খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছে।
আবেদনটি করেন দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট এই ব্যক্তিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল ২০১৮ ও ২০২৪ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য হন। তার ভাই যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ছিলেন বিসিবির পরিচালক। তাদের ভাই শেখ জালাল উদ্দিন রুবেল নৌপরিবহন ব্যবসায় সম্পৃক্ত।
শেখ নাসেরের আরেক ছেলে শেখ হেলাল বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ছিলেন। শেখ হেলালের ছেলে শেখ তন্ময় ২০১৮ ও ২০১৪ সালে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য হন।
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের কোথাও তাদের প্রকাশ্যে দেখা যায়নি।


