Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আবাহনী মোহামেডানের ড্রয়ের দিনে ল্যান্ড্রির হ্যাটট্রিক

সতীর্থদের সঙ্গে হ্যাটট্রিকের আনন্দ ভাগাভাগি শেখ রাসেল ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রির (১০ নম্বর জার্সি)। শনিবার বসুন্ধরা কিংস অ্যারিনায়। ছবি: বাফুফে।
সতীর্থদের সঙ্গে হ্যাটট্রিকের আনন্দ ভাগাভাগি শেখ রাসেল ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রির (১০ নম্বর জার্সি)। শনিবার বসুন্ধরা কিংস অ্যারিনায়। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]

প্রিমিয়ার ফুটবল লিগে শনিবার ড্র করেছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এগিয়ে থেকেও আবাহনী ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে।   

আজকের ম্যাচের ফল

আবাহনী ২: ২ চট্টগ্রাম আবাহনী
মোহামেডান ০ : ০ শেখ জামাল ধানমন্ডি
শেখ রাসেল ক্রীড়াচক্র ৪ : ১ ব্রাদার্স ইউনিয়ন

বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ রাসেল ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন শেখ রাসেলের বুরুন্ডির ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রি। অন্য গোলটি করেন সুমন রেজা। ব্রাদার্সের একমাত্র গোলটি করেছেন রাব্বি হোসেন রাতুল। এবারের প্রিমিয়ার লিগে এটাই প্রথম হ্যাটট্রিক।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে আবাহনী লিমিটেড। সেই আক্রমণেরই ফল ৮ মিনিটে তাদের পেনাল্টি পাওয়া। পেনাল্টি থেকে আবাহনীকে এগিয়ে নেন কর্ণেলিয়াস স্টুয়ার্ট। ৩৬ মিনিটে সেই কর্ণেলিয়াসের গোলেই ব্যবধান দ্বিগুণ করে আকাশী নীল দলটি।

গোল শোধে মরিয়া চট্টগ্রাম আবাহনী বিরতির খানিক আগে ১টি গোল শোধ দেয়। পেনাল্টি থেকে নাইজেরিয়ান ইফেগু ওজুকুর গোলে ২-১ করে চট্টগ্রামের দলটি। আর ৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর স্কোরলাইন ২-২ করেন ওজুকু।

মোহামেডানের জন্য দুর্ভাগ্য- গোল পেতে মরিয়া হয়েও পোস্টে বল রাখতে পারেনি। সোলেমান দিয়াবাতে, জাফর ইকবালরা। কখনো ক্রসবারে লেগে ফিরেছে বল। কখনো শেখ জামালের ডিফেন্ডাররা আটকেছেন।

ব্রাদার্স ইউনিয়ন এবারের লিগে যেন গোল স্টোরেজে পরিণত হয়েছে। যেসব ক্লাব ফর্ম হারিয়ে নিজেদের খুঁজে পাচ্ছে না তারা কমলা দলের জালে দিচ্ছে গোলের পর গোল। সেই ধারাবাহিকতায় শনিবার শেখ রাসেল ক্রীড়া চক্র বিধ্বস্ত করেছে ব্রাদার্সকে।

ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার হাতে ল্যান্ড্রি। ছবি: বাফুফে।

শুরু থেকেই ব্রাদার্সের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে শেখ রাসেল। দ্রুতই এর ফল পেয়েছে। ম্যাচের ৫ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেলের ল্যান্ড্রি। ৩৯ মিনিটে আবারও ল্যান্ড্রি ঝলক। করেছেন নিজের দ্বিতীয় গোল। আর ৬০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৭০ মিনিটে ব্রাদার্সের হারের ব্যবধান কমিয়েছেন রাব্বী।

লিগে প্রথম ম্যাচ জয়ের পর সর্বশেষ ৭ ম্যাচে হার ও ড্রয়ের বৃত্তে আটকে ছিল শেখ রাসেল। এই জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে তাদের।

আজ দুটি ড্রয়ে লাভ হয়েছে বসুন্ধরা কিংসের। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অন্যদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। মোহামেডান ১৬ পয়েন্টে দুইয়ে, আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে তিনে। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ১০ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। ওদিকে ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে শেখ রাসেল। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে ব্রাদার্স।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত