Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদী

ফাইল ছবি
ফাইল ছবি
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় মোদি জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন। সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন।

মোদি আরও লিখেছেন,বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী ও জনগণ-কেন্দ্রিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয় রবিবার। ফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।  

এর আগে সোমবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানায় ভারত, রাশিয়া ও চীনসহ সাত দেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত