নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠা মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়।
দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন জানান, এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের সহকারি পরিচালক ইসমাঈল। তার পরিপ্রেক্ষিতে বিচারক এ নিষেধাজ্ঞা দেন।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর আওয়ামী লীগ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিসহ অনেক নেতার বিরুদ্ধেই উঠছে দুর্নীতির অভিযোগ। তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হচ্ছে।
শিখর-সীমা দম্পতির দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা চেয়ে করা দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজের ও পরিবারের সদস্যের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
অনুসন্ধান করার সময় জানা গেছে, তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এখন তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে, সে কারণে দুদক মনে করে তাদের বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।
২০১৮ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শিখর। তার বাবা মোহাম্মদ আছাদুজ্জামানও দুই দফায় মাগুরা-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বোন কামরুল লায়লা জলি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
শিক্ষাজীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শিখর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।