জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে হয়েছে দুটি নতুন রেকর্ড। এর মধ্যে মেয়েদের
৪ গুনিতক ৪০০ মিটার রিলেতে ৩২ বছরের রেকর্ড গড়লেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার, সাবিহা আল সোহা, নুসরাত জাহান রুনা ও নাথেরা খাতুন। তারা সময় নিয়েছেন ৩:৫১.৬২ সেকেন্ড। আগের রেকর্ড ছিল ১৯৯৩ সালে বিজেএমসির নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতার। সময় নেন ৩:৫৫.৫৫ সেকেন্ড।
শেষ দিনে অন্য রেকর্ডটি হয়েছে ছেলেদের পোল ভল্টে। নতুন এই জাতীয় রেকর্ড গড়লেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ সৌরভ মিয়া। তিনি ৪.৫০ মিটার লাফিয়েছেন। এই ইভেন্টে ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবিরের রেকর্ড ছিলো। তখন ৪.৩৫ মিটার লাফিয়েছিলেন তিনি।
৩য় দিনে ২টি সহ ৬টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সেরা এ্যাথলেট হয়েছেন নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন। সেরা কোচ হয়েছেন ফরিদ খান চৌধুরী।
৩ দিনে ৪০টি ইভেন্ট হয়েছে। ২১টি সোনা, ১৭টি রুপা ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৫০টি পদক পেয়ে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন। ১৯ টি সোনা, ১৯টি রুপা ও ১৯টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী।