Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

কেন থমকে আছে শিরোনামহীনের ‘এই অবেলায়-২’ এর মুক্তি

shironamhin-ei-obelay2
[publishpress_authors_box]

জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অসংখ্য জনপ্রিয় গান ফিরে তারুণ্যের মুখে মুখে। তেমনই একটি ব্যালাড বা গীতিকা এই ‘অবেলায়’। ব্যান্ডের ৬ষ্ঠ অ্যালবামের গান হিসেবে ২০১৯ সালে প্রকাশিত হয় এটি। প্রায় অর্ধযুগ আগে ইউটিউবে রিলিজ এই গানটি এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি ৬২ লাখ শ্রোতা শুনেছেন বা দেখেছেন।

চলতি বছরের শুরু থেকে শিরোনামহীন প্রকাশ করছে একে একে তাদের সপ্তম অ্যালবাম ‘এই অবেলায় ২’ এর গান। প্রতিবারের মতোই প্রতিটি গানে বিশেষ যত্ন ও ব্যয়বহুল নির্মাণের ছাপ রয়েছে। অধিকাংশ গানেরই চিত্রধারণ করা হয়েছে দেশের বাইরে।

শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান সকাল সন্ধ্যাকে জানান, থাইল্যান্ডের ব্যাংককসহ তিনটি আইল্যান্ডে এবং ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন লোকেশনে গানগুলোর চিত্রধারণ করা হয়েছে।

মূলত আন্তর্জাতিক মান অর্জন করতেই নিজেদের নতুন অ্যালবামে বিশাল বিনিয়োগ করেছে ব্যান্ডটি। ব্যয় পুষিয়ে নিতে তাই প্রতিটি গানের জন্য আলাদা স্পন্সর নিয়েছে তারা। কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান অর্থনৈতিক অবস্থায় অ্যালবামের নতুন গান বহুল কাঙ্ক্ষিত ‘এই অবেলায়’ রিলিজ দিতে কিছুটা সংকটে পড়েছেন তারা।

জিয়া বলেন, “আমাদের প্রথম অ্যালবামে যখন আমরা হাসিমুখ গানটি রিলিজ দেই, তারপর গানটির জনপ্রিয়তা এমন জায়গায় গিয়ে ঠেকে যে প্রায়ই শ্রোতাদের কাছ থেকে শুনতে হতো, কবে আসবে এ গানের সিক্যুয়াল। তারপর তো আমরা আবার হাসিমুখ রিলিজ দেই। একই আগ্রহ ও আবেদন আমরা শ্রোতাদের কাছ থেকে পেয়েছিলাম ‘এই অবেলায়’ গানটির জন্য। তাই নতুন করে ‘এই অবেলায় ২’ নির্মাণ করেছি আমরা।”

“যেহেতু অ্যালবামটি নির্মাণে আমাদের অনেক ব্যয় হয়েছে, আমরা স্পন্সর সংগ্রহের মাধ্যমে প্রতিটি গান রিলিজ দিচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতির কারণে এ গানটির ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্পন্সরটি পেতে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। স্পন্সর পেলেই গানটি মুক্তি দিয়ে দিব।”

এই অবেলায় ২- গানটি শুধু বাংলাতেই নয়, প্রকাশিত হবে ইংলিশেও। মোট চারটি ভার্সনে গানটি রিলিজ দেয়া হবে বলে জানালেন জিয়া। গানটিতে দৃশ্যায়নে দেখা যাবে মডেল ও উপস্থাপক নীল হুরের জাহানকে। বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকেও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত