Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের মত : বললেন শোয়েব

াাাঙ
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের কাছে হারটা পাকিস্তান ক্রিকেটে ‘ভূমিধসের’ মত। আইসিসির সহযোগী একটা দলের কাছে এমন হার মানতে পারছেন না সাবেকরা। তবে বিশ্বকাপে এটাই প্রথমবার ‘ছোট’ দলের কাছে হার নয় পাকিস্তানের। দুই ফরম্যাটের বিশ্বকাপে তারা হেরেছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের কাছে। এবার হারল যুক্তরাষ্ট্রের কাছে।

পাকিস্তানের এই হারের পর সাবেক পেসার শোয়েব আখতারের মনে পড়ল ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারটা। সেবার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। আর প্রথমবারই হারিয়ে দেয় সেবারের ফাইনালিস্ট পাকিস্তানকে।

ম্যাচটা খেলেছিলেন শোয়েব আখতারও। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর শোয়েব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ভিাডিওতে স্মরণ করলেন সেই ম্যাচটা, ‘‘হারটা খুবই হতাশার। আমাদের শুরুটা ভালো হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা ইতিহাসের পুনরাবৃত্তি করলাম, যেভাবে আমরা হেরেছিলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে।’’

ম্যাচটা হারলেও বাবর আজম রেকর্ড গড়েছেন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের। পেছনে ফেলেছেন বিরাট কোহলির ৪ হাজার ৩৮ রানের রেকর্ড। তবে দল হারলে এসবের মূল্য নেই। পাকিস্তানের এক টিভি চ্যানেলে সেই কথাই বললেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ, ‘‘দেখুন, মানুষ কিন্তু কারও ব্যক্তিগত রেকর্ড দেখতে মাঠে আসে না। সবাই আসে দলের জয় দেখতে। কিছুদিন পর দেখবেন, এসব রেকর্ড ডাস্টবিনে ফেলার সময় আসবে। দল হারতে থাকলে ব্যক্তিগত রেকর্ড দিয়ে কি করবেন। বাবর-রিজওয়ানের ওপেন করাটাই ভুল। বাবরের রেকর্ড দেখুন তিন নম্বরে ও সেরা।’’

সেই অনুষ্ঠানেই সাবেক অধিনায়ক ইউনিস খান বলেছেন, ‘‘পাকিস্তানের যে চার ফাস্ট বোলার, তাতে জেতা উচিত ছিল ১৪০ রান নিয়েও। বলছি না যে আমাদের বোলিং খারাপ হয়েছে। কিন্তু বিপক্ষ দলগুলো অনেক এগিয়ে গেছে পরিকল্পানা করার বেলায়। ওরা স্পিনার দিয়ে চাপ দিয়েছে। কিন্তু আমাদের বেলায় সেটা হয়নি। দল নির্বাচনে ভুল ছিল। আপনি আবরার আহমেদকে খেলালেন না কেন। ওকে কি ভারতের বিপক্ষে খেলাবেন? তখন উইকেট না পেলে তো ছুঁড়ে ফেলবেন পরের সিরিজ থেকে।’’

বিশ্বকাপের দূত ও ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং দায়ী করলেন বাবর আজমকে। অধিনায়ক হিসেবে ফখর জামানকে সুপার ওভারে স্ট্রাইক নিতে বলা উচিত ছিল বাবরের, সেটা না করায় বিস্মিত যুবরাজ ‘‘বুঝলাম না, কেন বাম হাতি একজন পেসারের বিপক্ষে ফখর জামান স্ট্রাইক নিল না (সুপার ওভারে)। ও যে অ্যাঙ্গেলে বল করেছে সেটা একজন বামহাতি ব্যাটারের জন্য খেলা সহজ হত। এখন পাকিস্তানকে জিততেই হবে ভারতের বিপক্ষে, অবশ্যই ওদের ব্যাটিং আর ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত