এক ওভারে তিনটি নো বল। রান দিয়েছেন ১৮। শোয়েব মালিকের মত অভিজ্ঞ স্পিনারের এমন বোলিংয়ে ছড়িয়ে পড়ে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন। সেটা আরও ডালপালা মেলে দুবেইয়ে ছুটিতে গিয়ে তিনি আর ফিরে না আসায়।
ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হয়েছিল এবারের মত আরর বিপিএল খেলবেন না শোয়েব। অথচ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তার পাকিস্তানে ফেরার নন রিফান্ডেবল টিকিট পর্যন্ত কেটে রেখেছে ফরচুন বরিশাল।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্পট ফিক্সিং সন্দেহে শোয়েব মালিককে ছেড়ে দিয়েছে বরিশাল। এমন গুঞ্জন শুক্রবার উড়িয়ে দিলেন বরিশালের মালিক মিজানুর রহমান।
ফেসবুকে নিজেদের পেজে এ নিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন মিজানুর রহমান। সেখানে বলেছেন, ‘‘আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’’
বিতর্ক ভুলে এখন পরের ম্যাচগুলোয় মনোযোগ দিতে চান মিজানুর রহমান, ‘‘আমরা যেহেতু পরপর দুটো ম্যাচ হেরেছি, আমাদের উচিত আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দেওয়া এবং আমরা যেন ভালো খেলতে পারি এ জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।’’