অবশেষে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে পাকিস্তান। টানা দুই হারের পর জিতেছে কানাডার বিপক্ষে। দারুণ বোলিংয়ে আইসিসির সহযোগী দেশকে অল্পতে আটকে দেয় গত বিশ্বকাপের রানার্স-আপ দলটি। এরপরও জয় নিশ্চিত করতে সময় বেশি লাগিয়েছে পাকিস্তান। নেট রানরেটের হিসাব মাথায় রেখে ব্যাপারটি পছন্দ হয়নি শোয়েব মালিক ও আহমেদ শেহজাদের।
মঙ্গলবার (১১ জুন) রাতে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৬ রান করত পারে কানাডা। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে জয় নিশ্চিত করতে ১৭.৩ ওভার পর্যন্ত খেলতে হয়েছে পাকিস্তানকে।
টানা দুই ম্যাচ হারের পর জয়ের পথে ফেরার আনন্দ যেমন আছে, তেমনি নেট রানরেট বাড়াতে না পারার আক্ষেপ আছে মালিক ও শেহজাদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেহজাদ লিখেছেন, “অবশেষে পাকিস্তান ভালো একটা জয় পেল। ভারতের বিপক্ষেও এই মানসিকতার প্রয়োজন ছিল। তারপরও বলব, কানাডার মতো দলের বিপক্ষে ১০৭ রান ১৭.৩ ওভারের আগেই তাড়া করা উচিত ছিল।”
এদিকে এক সাক্ষাৎকারে মালিক বলেছেন, “নেট রানরেটের চেয়ে জয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়। অন্তত পাকিস্তান পথে তো ফিরেছে। যেভাবে ম্যাচ ১৭.৩ ওভারে শেষ করল, আমি বলব ১৪-১৫ ওভারেই এটা শেষ করা উচিত ছিল।”
কানাডার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ মালিক, “অবশ্যই আমি কৃতিত্ব দেবো মোহাম্মদ আমিরকে। ও দুর্দান্ত বোলিং করেছে। তৃতীয় ওভারে তার হাতে বল দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল বাবর আজমের। আমিরকে আবার এভাবে বল করতে দেখে ভালো লেগেছে।”