Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিপিএল ছেড়ে স্ত্রীর কাছে শোয়েব

স্ত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক। ছবি: টুইটার
স্ত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক। ছবি: টুইটার
[publishpress_authors_box]

সানা জাভেদ এখন সানা শোয়েব মালিক। পাকিস্তানি সাবেক অধিনায়ক শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী তিনি। বিপিএল খেলতে শোয়েব যখন বাংলাদেশে, তখনই জানাজানি হয় তার তৃতীয় বিয়ের খবর।

নতুন স্ত্রীকে সময় দিতেই এবার বিপিএল ছাড়লেন শোয়েব। তিনি এখন দুবাইয়ে। স্বামীকে কাছে পেয়ে সানা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি পোস্ট করেছেন একটা। ক্যাপশনে লিখেছেন, ‘‘আমি প্রতিটা মুহুর্ত তোমার সঙ্গে উপভোগ করছি, জান। তোমার সঙ্গে সম্পর্ক গড়ে আমি গর্বিত।’’

এদিকে বিপিএলে শোয়েবের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন এই মৌসুমের জন্য।’’ তার জায়গায় পাকিস্তানের আহমেদ শেহজাদকে আনার চেষ্টা করছে বরিশাল।

এবারের বিপিএলটা ভালো কাটেনি শোয়েবের। খুলনার বিপক্ষে এক ওভারে তিনটি নো বল দেওয়ায় সমালোচনাও হয় তাকে ঘিরে।

এদিকে ভারতের বিখ্যাত জ্যোতিষি জগন্নাথ গুরুজি বছর খানেক আগেই ভবিষ্যদ্বণী করেছিলেন, শোয়েব-সানিয়া মির্জার বিচ্ছেদের কথা। তিনি নতুন ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, ‘‘শোয়েব এবং সানার সম্পর্কে আগামী কয়েক বছরে বেশ কিছু জটিলতা থাকবে। শোয়েবের ক্রিকেট জীবনে খুব বেশি উন্নতি নেই। বিচ্ছেদ হলেও সানিয়ার জীবনে আগামী দিনে ইতিবাচক ঘটনাই ঘটবে। দু’-তিন বছর পর সানিয়া আবার জড়াতে পারেন কোনও সম্পর্কে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত