ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান শুরুতে বললেন একরকম কথা। পরে শোয়েব মালিককে নিয়ে তার দেয়া ওই বক্তব্য ফিরিয়ে নিলেন। একই সঙ্গে সাবেক পাকিস্তান অলরাউন্ডারের দলের প্রতি নিবেদনের প্রশংসাও করেছেন।
শোয়েব মালিককে নিয়ে মিজানুর রহমানের দুই রকম কথার সূত্রপাত গত সোমবার বরিশালের সঙ্গে খুলনা টাইগার্সের ম্যাচের। ওই ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেন মালিক। তাতে তিনটি ওভারস্টেপিংয়ের নো বল করেন। একটি ওভারেই ১৮ রান দিয়েছেন।
ওই ম্যাচের পর ব্যক্তিগত কাজে দুবাইতে চলে গিয়েছেন শোয়েব। খেলতে চাননি সিলেট পর্ব, ঢাকার দ্বিতীয় পর্বে দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু বরিশালের মালিক তাতে রাজি হননি।
এরই মধ্যে দেশের একটি চ্যানেল থেকে ওই তিনটি নো বলের তদন্ত করা উচিত কিনা এই প্রশ্ন রাখা হয় মিজানুর রহমানের কাছে। বরিশাল মালিক জবাবে বলেছেন, ‘‘করা উচিত। (আকসু তদন্ত) যদি করে খুব ভালো হয়। এক ওভারে তিনটা; অফ স্পিনার নো বল করবে এটা আসলো অবিশ্বাস্য লাগছে, ওই ওভারেই আমরা হেরে গেছি।’’ মিরপুরের ওই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮৭ রান করেও জিততে পারেনি বরিশাল। খুলনা ২ ওভার হাতে রেখে ম্যাচ জিতে নেয়।
এদিকে শুক্রবার নাগাদ দলের মালিকের এমন বক্তব্যের ব্যাপারে জেনেছেন শোয়েব মালিক। তারপরই নিজের টুইটার থেকে একটি বিবৃতি দিয়েছেন, ‘‘ফরচুন বরিশালের ক্রিকেটার হিসেবে আমাকে নিয়ে সম্প্রতি যে গুজব ছড়িয়েছে তা আমি অস্বীকার করছি। দুবাইতে আগে থেকেই একটা মিডিয়া ব্যস্ততায় যোগ দেওয়ার কথা ছিল আমার। এই ব্যাপারটা অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আমি বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
‘‘আমি ফরচুন বরিশালকে তাদের সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা জানাই। যে কোন প্রয়োজনে আমি তাদের পাশে আছি। দলটির হয়ে খেলতে পারি আমি আনন্দিত এবং সামনেও তাদের সঙ্গে থাকতে চাই।’’
‘‘যখনই গুজব ছড়াই আমি সেসব থেকে বেঁচে থাকতে সতর্কতা অবলম্বন করি, বিশেষত এখন যা ছড়াচ্ছে। আমাকে নিয়ে যে ভিত্তিহীন গুজবটা ছড়াচ্ছে তা আমি শক্ত ভাবে প্রত্যাখ্যান করছি। কোন কিছু বিশ্বাস ও ছড়িয়ে দেওয়ার আগে তা নিখুঁত ভাবে যাচাই করা উচিত। মিথ্যা সবসময়ই দ্বিধা তৈরি করে ও সম্মানহানিকর। যে কোন তথ্যের ব্যাপারে আসুন আমরা নির্ভুল ও নির্ভরযোগ্য সূত্রকে গুরুত্ব দেই।’’
মালিকের এই বক্তব্যের আগেই অবশ্য মিজানুর রহমান তার বক্তব্য বদলে ফেলেছেন। ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ থেকে নিজের একটি বক্তব্য দিয়ে জানান, ‘‘শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাই। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’’