Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

উইকেট উদযাপনে শোয়েব মালিকের ফেরা

বিপিএলে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন শোয়েব মালিক। ছবি: সংগৃহীত
বিপিএলে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন শোয়েব মালিক। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের দ্বিতীয় পর্বে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন শোয়েব মালিক। আজই (শনিবার) মাঠে নেমেছেন তিনি। ‘নো বল’ বিতর্ক ছাপিয়ে এই ম্যাচে ভালো পারফর্মও করেছেন তিনি।

৮৮ রানে নেই ৭ উইকেট। খুলনা টাইগার্সের রান ১০০ পেরোবে কিনা, সেই আশঙ্কা। তবে টেলএন্ডারে দুই পাকিস্তানির ব্যাটে ভর করে লড়াই করার মতো পুঁজি দাঁড় করিয়েছে খুলনা। আজ (শনিবার) বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে নির্ধারিত ৮ উইকেটে ১৫৫ রান তুলেছে এনামুল হকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের ব্যাটে স্বস্তি ফেরে খুলনার। শেষ ৪ ওভারে দুজনে মিলে নিয়েছেন ৬৭ রান। ফাহিম মাত্র ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছেন ৩২। আর নওয়াজ ২৩ বলে ৪ ছক্কায় করেছেন অপরাজিত ৩৮ রান।

বল হাতে দারুণ সময় কাটিয়েছেন শোয়েব। ৪ ওভারের স্পেলে তিনি ২৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে এগোতে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনকে এলবিডব্লিউতে আউট করেন। পরে গত ম্যাচে ভালো করা খুলনার নির্ভরযোগ্য আফিফ হোসেনকে প্রথম বলেই ফেরান। ৪ ওভারে ২৪ রান দিয়ে শোয়েবের শিকার ২ উইকেট।

এছাড়া ৩ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত