Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

শমী কায়সার
শমী কায়সার
[publishpress_authors_box]

বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান।

তিনি জানান, উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।

বিএনপিকর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর দায়ের করা মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওই মামলায় শমী কায়সার ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এবং সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের সন্তান।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। তিনি চলতি বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।

তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। ছিলেন এফবিসিসিআই পরিচালকও।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১৪ অগাস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন শমী কায়সার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত