Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সৌম্য ঝড়ে চ্যাম্পিয়ন রংপুর

rangpur
[publishpress_authors_box]

একদিন আগে সৌম্য সরকারের খেলা নিয়েই সংশয় ছিল। বিসিবির সঙ্গে সমঝোতায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্সের জার্সিতে নামলেন সৌম্য সরকার। তার ব্যাটেই চ্যাম্পিয়ন হলো দলটি। দেশের বাইরে কোন বাংলাদেশি দলের প্রথম শিরোপা।

শনিবার সকালে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দলকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৮৬ রানের ইনিংস। সঙ্গে স্টিভেন টেলরের ৪৯ বলে ৬৮ দলটির জয়ে বিরাট ভূমিকা রাখে।

সৌম্যকে যে কারণে ধরে রাখল রংপুর তা দুর্দান্ত ভাবে পূরণ হলো। ৫ ছক্কা ও ৭টি চারে অসাধারণ বিধ্বংসী ইনিংস উপহার দিলেন এই ব্যাটার। জাতীয় দলে যোগ দেওয়ার আগে দারুণ প্রস্তুতি হয়ে গেল এই ওপেনারের।

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম ফিফটি করা সৌম্যকে আউট করতে পারেনি ভিক্টোরিয়া। দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য। ১৮৮ রান করায় মিলেছে সিরিজ সেরার পুরষ্কারও।  

সৌম্য-টেলর জুটিতে প্রথম উইকেটেই ১৪ ওভারে ১২৪ রান পেয়ে যায় রংপুর। বাকি ৬ ওভারে খুব বেশি রান না এলেও জয়ের জন্য প্রয়োজনীয় ৩ উইকেটে ১৭৮ রান তুলে ফেলে বাংলাদেশের প্রতিনিধিরা। পরে হারমিত সিংয়ের ৩, রিশাদ, সাইফ ও মেহেদি হাসানের দুটি করে উইকেটে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।

এতে ২০১৭ সালে বিপিএলের পর প্রথম টি-টোয়েন্টি শিরোপা জিতল রংপুর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত