Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

অক্ষয়ের ‘কয়েক মিনিটে’র দাম ২ কোটি রুপি

Akkhay Kumar
[publishpress_authors_box]

কমেডি- হরর সিনেমা ‘স্ত্রী টু’-এ তাকে দেখা গেছে মাত্র কয়েক মিনিট। অথচ সম্মানী পেয়েছেন দুই কোটি রুপি। অতিথি চরিত্রে অভিনয় করে এই অর্থ গুণেছেন বলিউড মেগা স্টার অক্ষয় কুমার। সমালোচকদের মতে, সিনেমার সাফল্যের জন্য অক্ষয়ের এই উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল।

ভারতের বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমা মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে ১৩৫ কোটি রুপি।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, অক্ষয় ছাড়াও ছবিতে অতিথি চরিত্রে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। তিনিও নাকি নিয়েছেন দুই কোটি রুপি।

মূল চরিত্রে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর পারিশ্রমিক হিসেবে নিয়েছেন পাঁচ কোটি রুপি।অভিনেতা রাজকুমার রাও অবশ্য তার চেয়ে সামান্য বেশি অর্থ নিয়েছেন; ছয় কোটি রুপি। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী নিয়েছেন তিন কোটি রুপি। অপারশক্তি খুরানা পেয়েছেন ৭০ লাখ রুপি। ‘বিট্টু’র চরিত্রে অভিনয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন ৫৫ লাখ রুপি।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’ সিনেমা। অমর কৌশিক পরিচালিত এই হরর-কমেডি ছবিটি তখন দারুণ ব্যবসা করেছিল। সিক্যুয়েলের জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষার শুরু তখন থেকেই। ছবি মুক্তির আগেই আইটেম গানে ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া।

ভারতের স্বাধীনতা দিবস, ১৫ অগাস্টে দীনেশ বিজন প্রযোজিত ‘স্ত্রী টু’ মুক্তি পায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত