Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫
Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫

৫টি গুলি খেয়েও বেঁচে আছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ত ফিৎসোকে বুধবার গুলি করা হয়।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ত ফিৎসোকে বুধবার গুলি করা হয়।
[publishpress_authors_box]

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ত ফিৎসোকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে অস্ত্রোপচারের পর তিনি এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী তোমাস তারাবা।

প্রধানমন্ত্রী ফিৎসোর অস্ত্রোপচার সফলভাবে হয়েছে জানিয়ে বিবিসিকে উপপ্রধানমন্ত্রী তারাবা বলেন, “এ মুহূর্তে তার জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই। আমি মনে করি, তিনি এ যাত্রায় বেঁচে যাবেন।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভাকিয়ার ছোট্ট শহর হান্দলোভায় বুধবার এক বন্দুকধারী ৫৯ বছর বয়সী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোকে পাঁচবার গুলি করেন।

উপপ্রধানমন্ত্রী তোমাস তারাবা জানান, প্রধানমন্ত্রী ফিৎসোকে খুব কাছ থেকে গুলি করা হয়। একটি গুলি তার পেট ভেদ করে যায়। দ্বিতীয়টি জয়েন্টে লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কয়েক ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার চলে।

অস্ত্রোপচারের সময় হাসপাতালের বাইরে সংবাদ সম্মেলনে স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্ত কালিনাক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ফিৎসো মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এদিকে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোকে গুলি করার ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এসতোকা।

হান্দলোভায় ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরটিভিএস সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আটক ব্যক্তির বয়স ৭১ বছর। তিনি একজন রাজনৈতিককর্মী।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর এই দাবি নিশ্চিত হতে পারেনি বিবিসি।                          

স্লোভাকিয়ার সংবাদমাধ্যমগুলো প্রধানমন্ত্রী ফিৎসো গুলিবিদ্ধ হওয়ার পর একটি ভিডিও প্রচার করে। তাতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, স্লোভাকিয়া সরকারের নীতি নিয়ে তার মতবিরোধ আছে। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন সম্প্রচারমাধ্যমের বিষয়ে দেশটির সরকারের অবস্থান তিনি সমর্থন করেন না। 

স্লোভাকিয়ার সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে, যাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়, তিনিই প্রধানমন্ত্রী ফিৎসোকে গুলি করেছেন কি না তা নিশ্চিত নয় বিবিসি।

স্লোভাকিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও অ্যান্ড টেলিভিশন অব স্লোভাকিয়া (আরটিভিএস) সংস্কারে সম্প্রতি একটি প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী ফিৎসোর নেতৃত্বাধীন সরকার। বুধবার এ নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা শুরু হয়। সেদিনই আততায়ীর হামলার শিকার হলেন ফিৎসো।

ইউরোনিউজ বলছে, আরটিভিএস সংস্কারে স্লোভাকিয়া সরকারের প্রস্তাবের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির হাজারো মানুষ। তাদের নেতৃত্বে আছে বিরোধী দলগুলো। বিক্ষোভকারীদের আশঙ্কা, সংস্কার করা হলে আরটিভিএস সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।   

বুধবারও তাদের কর্মসূচি ছিল। তবে প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়া খবরে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি বাতিল করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত