সৌদি আরবের ‘রেড সি ফেস্টিভ্যালের’ রেড কার্পেটে হাঁটলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর সেখানেই কিনা দেখা হয়ে গেল স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে। সোমবার রাতে জেদ্দায় ঘটলো এই ঘটনা। তাদের করমর্দন আর আন্তরিক আলাপচারিতার ছবি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।
দুজনের একসঙ্গে ফ্রেমবন্দী ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে মিমের বন্যা। কারণ অনেকেই মনে করছেন, দুজনের আলাপচারিতার ছবি নিশ্চয়ই এআই জেনারেটেড!
দুজনের ভাইরাল ছবির নিচে এক ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন, “দেখে তো এআই জেনারেটেড মনে হচ্ছে, আসলে কী এটা!”। আরেকটি মন্তব্যে লেখা ছিল, “এটা কি সত্যি?”। অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “শ্রদ্ধা কাপুর আর অ্যান্ড্রু গারফিল্ডকে এক ফ্রেমে পেলাম, অসম্ভব।” আরেকজন শুধু বলেছেন, “ড্যাম।”
শ্রদ্ধা কাপুর পরেছিলেন একটি মারমেইড গাউন। অন্যদিকে, অ্যান্ড্রু গারফিল্ড পরেছিলেন স্যুট।
এদিকে শ্রদ্ধার অভিনয় ক্যারিয়ারে যাচ্ছে দারুণ সময়। তার অভিনীত ‘স্ত্রী টু’ এখন বলিউডের সর্বকালের সবচেয়ে বেশি আয়ের হিন্দি সিনেমা।
এনডিটিভির সঙ্গে এ বিষয়ে আলাপকালে শ্রদ্ধা কাপুর বলেন, “এটা আমার শৈশবের একটি স্বপ্ন ছিল… এমন একটি ছবির অংশ হতে পারা আমার জন্য অসাধারণ।”
অন্যদিকে অ্যান্ড্রু গারফিল্ড হলিউডে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’, ‘আন্ডার দ্য সিলভার লেক’, এবং ‘টিক, টিক… বুম’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দারুণ খ্যাতি। আর ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে তার এক ভিন্ন ধরণের ভক্তগোষ্ঠী।