ঘাড়ের সমস্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি শুবমান গিল। ওদিকে হাঁটুতে আঘাত পেয়ে বেঙ্গালুরু টেস্টের মাঝপথে উইকেটের গ্লাভস খুলে রাখতে হয় ঋষভ পন্তকে। ভারতীয় সমর্থকদের জন্য সুখবর হলো- সুস্থ হয়ে উঠেছেন পন্ত। পুনের দ্বিতীয় টেস্টে উইকেটের পেছনে দেখা যাবে তাকে। একই সঙ্গে ঘাড়ের সমস্যা কাটিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরছেন গিল।
পন্ত বেঙ্গালুরু টেস্টে খেলেছেন। ফলে তার জায়গা নড়চড় হচ্ছে না। কিন্তু প্রশ্ন বেঁধেছে গিলের জায়গা নিয়ে। ডানহাতি ব্যাটার সুস্থ হয়ে ওঠায় পুনে টেস্টে কে জায়গা হারাচ্ছেন? গিল একাদশে ফিরলে ব্যাটিং পজিশনের যে কারও ওপর কোপ পড়তে যাচ্ছে। এই তালিকায় আছেন দুজন- লোকেশ রাহুল ও সরফরাজ খান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শুরু হচ্ছে পুনে টেস্ট। এই টেস্টের একাদশে গিল ও পন্তের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। তিনি জানিয়েছেন, ‘ফিট’ গিল ও পন্ত পুনে টেস্ট খেলতে প্রস্তুত।
বেঙ্গালুরু টেস্টে উইকেটকিপিংয়ের সময় পন্ত হাঁটুতে আঘাত পেয়েছিলেন। যেকারণে আর গ্লাভস হাতে দেখা যায়নি তাকে। এই উইকেটকিপার প্রসঙ্গে ডেসকাটে বলেছেন, “ঋষভ (পন্ত) খুব ভালো আছে। তার হাঁটু নড়াচড়ায় কিছুটা সমস্যা হচ্ছিল, তবে সুখবর হলো- পুনে টেস্টে সে কিপিং করবে।”
গিলের ব্যাপারে ভারত দলের সহকারী কোচ বলেছেন, “ওর অবস্থা ভালো। বেঙ্গালুরুতে ভালো ব্যাটিং করেছে, কয়েকটি ভালো হিটও ছিল। ওর কিছুটা অস্বস্তি ছিল, তবে এখন ভালো আছে।” গিল ফিরলে তিন নম্বরে ব্যাট করবেন। সেক্ষেত্রে বিরাট কোহলি তার পছন্দের চার নম্বর পজিশনে ফিরে যাবেন।
এখন প্রশ্ন উঠেছে, গিল ফেরায় বাদ পড়বেন কে- রাহুল নাকি সরফরাজ? বেঙ্গালুরু টেস্টে চার নম্বরে নেমে দ্বিতীয় ইনিংসে সরফরাজ ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। অন্যদিকে ব্যর্থ হয়েছেন রাহুল। পারফরম্যান্স হিসাব করলে রাহুলের বাদ পড়ার কথা। তবে পজিশন হিসাব করলে সরফরাজের জায়গা পাওয়া কঠিন।
কারণ বেঙ্গালুরু টেস্টে সরফরাজ ব্যাট করেছিলেন চার নম্বরে। গিল ফিরলে যে জায়গায় ফিরে যাচ্ছেন কোহলি। অন্যদিকে রাহুল ছয় নম্বরে ব্যাট করেছেন। এখন তাকে বাদ দিয়ে সরফরাজকে ছয় নম্বর পজিশনের দায়িত্ব ভারতের টিম ম্যানেজমেন্ট দেবে কিনা, সে ব্যাপারে কিছু জানাননি ডেসকাটে।