Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কক্সবাজারে গর্তে ডুবে প্রাণ গেল ভাইবোনের

drowned
[publishpress_authors_box]

কক্সবাজারের রামু উপজেলায় গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণ হারানো রিহাব (৭) ও মারিয়া (৫) আপন ভাইবোন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রিহাব ও মারিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন রামুর রাজারকূল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান।

মৃত শিশু দুটি পশ্চিম রাজারকূল মৌলভীপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান।  

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মুফিজুর জানান, সন্ধ্যার আগমুহূর্তে বাড়ির আশপাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল রিহাব ও মারিয়া। খেলতে খেলতে তারা বাড়ির কাছে রেললাইনের ব্রিজের দিকে চলে যায়।

সেখানে একপর্যায়ে ব্রিজের নিচের বড় গর্তে পড়ে যায় রিহাব ও মারিয়া। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাদের পাওয়া যাচ্ছিল না। হাসমত আলী নামের স্থানীয় এক ব্যক্তি মাছ ধরে বাড়ি ফেরার সময় ওই গর্তের পানিতে জাল ফেলেন। সেসময় জালে উঠে আসে রিহাব ও মারিয়ার মরদেহ।

ইউপি চেয়ারম্যান আরও জানান, রেললাইন ও ব্রিজ নির্মাণের সময় বেশ কয়েকটি গর্ত হয়েছিল। সম্প্রতি বৃষ্টিতে ওইসব গর্তে পানি জমে যায়। সেই পানিতেই ভাইবোন দুজন প্রাণ হারিয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “গর্ত বা কূপের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত