অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
বুধবার দুপুরে ভারতের আহমেদাবাদের বিশেষায়িত কেডি হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
তার অসুস্থতার ধরন সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া না হলেও আহমেদাবাদের পুলিশ সুপার (রুরাল) ওম প্রকাশ জাট জানিয়েছেন, শাহরুখ খান ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়েছিলেন।
প্রেস ট্রাস্ট ইন্ডিয়া এবং সংবাদ সংস্থা আইএএসএস-ও একই তথ্য জানিয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে আইএএসএস জানিয়েছে, বুধবার আহমেদাবাদের তাপমাত্রা উঠেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে হিট স্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ, যিনি পানি শূন্যতাতেও ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর তাকে চিকিৎসা দেওয়া হয় এবং কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়। এসময় পুরো হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ দেখতে মঙ্গলবার আহমেদাবাদে যান কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। ছেলে আব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা উপভোগ করেন এবং ম্যাচ শেষে জয়োৎসবেও অংশ নেন।
বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কেডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সহকর্মী জুহি চাওলা ও স্ত্রী গৌরী খান তাকে দেখতে গেছেন, অনলাইনে এমন ভিডিও দেখা গেছে।
বিকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তিনি হোটেলে ফিরে যান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।