স্কুল ক্রিকেটের ফাইনাল ঝড়ো সেঞ্চুরিতে রাঙিয়েছে সিফাত শাহরিয়া। পরে ফিল্ডিংয়েও নেমেছিল কদমতলা পূর্ব বাসাবো স্কুল ও কলেজের এই শিক্ষার্থী। কিন্তু তার সুন্দরতম দিনটি কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায় হিট স্ট্রোকে। দ্রুত বাসাবোর একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে সিফাতকে।
বুধবার (২৯ মে) প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের মুখোমুখি হয়েছিল কদমতলা কদমতলা স্কুল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করা কদমতলা স্কুলের ব্যাটার সিফাত খেলেছে চোখজুড়ানো এক ইনিংস। ১১৫ বলে সে খেলেছে ১৪৮ রানের ইনিংস।
তার এই ইনিংসেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান করে কদমতলা স্কুল। কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে সরকারি কেজি ইউনিয়ন উচ্চবিদ্যালয়। তাতে ১৮৭ রানের বিশাল জয়ে স্কুল ক্রিকেটের শিরোপা জিতেছে রাজধানীর স্কুলটি।
তাদের শিরোপা জয়ের আনন্দ পূর্ণতা পাওয়া কথা নয়। কারণ ফাইনালে ব্যাট হাতে আলো ছড়ানো সিফাতকে পাওয়া হয়নি। দল যখন মিরপুরে শিরোপা জয় নিশ্চিত করেছে, সিফাত তখন হাসপাতালের বিছানায়। তবে স্বস্তির খবর হলো, এখন ভালো আছে সে।
কদমতলা স্কুলের কোচ মোস্তাফিজুর রহমান শাহরিয়া সকাল সন্ধ্যাকে বলেছেন, “সিফাত এখন ভালো আছে। ওর হিট স্ট্রোক হয়েছিল। ওকে দ্রুত বাসাবোর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। চোখ খুলেছে, মিরপুরে তো চোখই খুলছিল না। এখন ও কথা বলতে পারছে।”