টি-টোয়েন্টিতে ৩০০! অবিশ্বাস্য কীর্তিটা হয়েছিল একবারই। গত হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ৩ উইকেটে করেছিল ৩১৪ রান। আজ (২৩ অক্টোবর) সেটাও ছাড়িয়ে গেল জিম্বাবুয়ে। জবাবে গাম্বিয়া ১৪.৪ ওভারে অলআউট হয় ৫৪ রান।
জিম্বাবুয়ে জিতেছে রেকর্ড ২৯০ রানে। টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটাও ছিল নেপালের, মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে। নেপাল সেবার জিতেছিল ২৭৩ রানে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ করেছে জিম্বাবুয়ে।
নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব মাঠে সিকান্দার রাজা ঝড় তুলে ৪৩ বলে অপরাজিত ছিলেন ১৩৩ রানে। তার ইনিংসে বাউন্ডারি ৭টি, ছক্কা ১৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি।
সিকান্দার রাজা সেঞ্চুরি করেন ৩৩ বলে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও সেঞ্চুরি করেছিলেন ৩৩ বলে।
দুই ওপেনার ব্রায়ান ব্যানেট ও তাদিওয়ানাশে মারুমানিও করেছেন ফিফটি। মারুমানি ১৯ বলে ৬২ আর ব্যানেট করেছিলেন ২৬ বলে ৫০ রান। মুসা জরবাথে ৪ ওভারে দেন ৯৩ রান! এছাড়া আসিম আশরাফ দেন ৪ ওভারে ৬৪।