Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সিন নদীতে আলজেরিয়ানদের গোলাপ, কোরিয়ানদের নিয়ে তোলপাড়

সিন নদীতে গোলাপ ফুল ছুড়ছেন আলজেরিয়ানরা। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নতুন এক দিগন্ত খুলে দিয়ে গেল প্যারিসের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিস দেখাল স্টেডিয়ামের বদ্ধ পরিবেশে কেন উদ্বোধন করতে হবে? উদার মনোভাব এনে মনের জানলা-দরজাগুলোকে খুলে ভয়কে জয় করার বার্তাই দিল প্যারিস।

তাতেই হয়ত সিন নদীতে গোলাপ ফুল ছুড়ে অভিনব এক কাণ্ড ঘটালেন আলজেরিয়ার অ্যাথলেটরা। ১৯৬১ সালে প্যারিসে ঘটা গণহত্যায় নিহতদের স্মরণ করেন তারা।

১৩২ বছর আলজেরিয়া শাসন করেছিল ফরাসিরা। ১৯৬২ সালে স্বাধীনতা পায় তারা। এর আগে ১৯৬১ সালে ১৭ অক্টোবর প্যারিসে ঘটে গণহত্যার ঘটনা। সিন নদীতে আলজেরিয়ার বহু মানুষকে ডুবিয়ে হত্যা করা আর খুন করে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে ফ্রান্সের বিরুদ্ধে। তাদের স্মরণেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে গোলাপ ছুড়েছিলেন আলজেরিয়ানরা। তাদের বোটে আরও ছিলেন আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া ও জার্মানির প্রতিনিধিরা।

এদিকে দক্ষিণ কোরিয়াকে ভুল করে উত্তর কোরিযা ডাকায় শুরু হয়েছে তোলপাড়। দক্ষিণ কোরিয়ার নৌযান দেখতেই ঘোষক পরিচয় করিয়ে দিতে ফরাসি ভাষায় বলেন, ‘‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ অথচ এটা উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম। দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম রিপাবলিক অব কোরিয়া।

এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছে  ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তারা অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘‘দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এ জন্য ক্ষমা চাচ্ছি আন্তরিকভাবে।’’

ভুল বোঝাবুঝি এড়াতে এই পোস্টটি করা হয় কোরিয়ান ভাষায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত