Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

‘সিং ইজ কিং টু’ থেকে বাদ অক্ষয় কুমার, কার কথা ভাবছেন প্রযোজক

অক্ষয় কুমার, বলিউড, হিন্দি সিনেমা, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি
অক্ষয় কুমার
[publishpress_authors_box]

বলিউডের পর্দায় আসবে ‘সিং ইজ কিং’ এর সিক্যুয়েল ‘সিং ইজ কিং টু’। তবে প্রযোজক শৈলেন্দ্র সিং এবার ভাবছেন ভিন্ন কিছু। অক্ষয় কুমারকে বাদ দিয়েই সিনেমার শুটিংয়ে নামতে চান এই প্রযোজক।

ভারতীয় গণমাধ্যমে মিড-ডে কে শৈলেন্দ্র জানিয়েছেন, সিনেমার প্রোডাকশনের কাজে নেমে পড়তে তিনি আর দেরি করতে চাইছেন না।

সিনেমার সম্ভাব্য নাম কী হবে তাও জানিয়েছেন এই প্রযোজক। এখন পর্যন্ত দুটো নাম নিয়েই তিনি এবং তার টিম ভাবছেন। নাম দুটো হলো ‘সিং ইজ কিং টু’ এবং ‘সিং ইজ কিং রিটার্নস’। আগামী বছরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করছেন তারা।

শৈলেন্দ্র সিং বলেন, “অক্ষয় কুমার তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমাটির সিক্যুয়েল বানাতে চাইছিলেন। আমি আসলে এই সিনেমার নামের স্বত্ব তাকে উপহার দিয়েছিলাম। কিন্তু পরে তাদের জানাই সিক্যুয়েলটি আমি বানাতে চাই।  ১২ বছর ধরে অক্ষয়ের সঙ্গে আলোচনার পর, অবশেষে তিন বছর আগে সিনেমার শিরোনাম ফেরত পেয়েছি।” 

তিনি আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে এই সিনেমার প্রোডাকশন এর কাজ শুরু হবে। ২০২৬ সালেই ‘সিং ইজ কিং টু’ মুক্তি দেবেন শৈলেন্দ্র।

মিড-ডের ওই রিপোর্টে আরও জানা যায় সিনেমার প্রধান চরিত্রে আসবে বড় পরিবর্তন। শৈলেন্দ্র সিং এর বরাতে মিড- ডে জানিয়েছে, সিক্যুয়েলে নায়কের নাম আর ‘হ্যাপি সিং’ থাকছে না। কারণ প্রযোজক নতুন একটি চরিত্রের কথা ভাবছেন।  

তবে শুধু নামেই পরিবর্তন নয়, নতুন কাউকেই প্রধান চরিত্রে দেখতে চাইছেন শৈলেন্দ্র। অক্ষয়কে নিয়ে তার যে কোন পরিকল্পনা নেই এ-কথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

তার ভাষায়- “আমার প্রথম পছন্দ রণবীর সিং। তার ম্যানেজারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার এনার্জি, চঞ্চলতা চরিত্রটির জন্য উপযুক্ত।”

তবে ২০১৭ সালেও রণবীর সিংকে একই ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তখন বিষয়টি এগোয়নি। এ ব্যাপারে শৈলেন্দ্র সিং বলেছেন, আজকের প্রেক্ষাপট ভিন্ন। অভিনেতার সঙ্গে আলোচনা চলছে। প্রযোজক আরও জানান, তার দ্বিতীয় পছন্দ ভারতীয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত