শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আট বছর পর দেশে ফিরে বললেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন।
রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।
“আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তাঁরা সবার। বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি আমি চাই না,” তিনি বলেন।
দেশের বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় বেবী নাজনীন। জুন মাসে তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়।
“অন্তর্বর্তীকালীন সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানাই,“ বেবী নাজনীন বলেন।
‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই গায়িকা বলেন তিনি সঙ্গীতাঙ্গনকে ঢেলে সাজানোর কাজ করতে চান আর সবার অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে চান। শিল্পী হিসেবে আবারও দর্শকের সামনে ফিরবেন বলেও জানান বেবি নাজনীন।
জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ”দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।“
প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। সঙ্গীতজীবনের শুরু থেকেই অডিও, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।