ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থান’কে একটি ‘সাম্প্রদায়িক উত্থান’ হিসেবে দেখানোর জন্য গায়ক রাহুল আনন্দের বাড়িতে হামলা হয়েছে বলে মনে করেন শিল্পী ও সংগঠক অমল আকাশ।
ছাত্র-জনতার যে চলমান আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, অমল আকাশ সে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি নির্যাতনের শিকার শিল্পী রাহুল আনন্দের বন্ধুও।
আন্দোলনে শিল্পীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অমল আকাশ বলেন, অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে, সেই পক্ষটি আজকে এই বিজয়কে একটি ম্যাসাকার এবং সাম্প্রদায়িক উত্থান হিসেবে প্রমাণ করতেই দেশের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।
“রাহুল আমার ছোটবেলার বন্ধু। এটা আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক। নাগরিক হিসেবেও এটা পীড়াদায়ক।”
সোমবার (৫ আগস্ট) জলের গানের দলনেতা রাহুল আনন্দের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। জানা যায় তার বাড়িতে থাকা শ খানেক বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।
গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। দলের সবার দলগত সংগীতচর্চা থেকে শুরু করে সব স্টুডিও ওয়ার্ক-রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এখানেই হতো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছিলেন রাহুল আনন্দ ও জলের গান।
অফিশিয়াল ফেইসবুক পেইজে ব্যান্ডটি লিখেছে, “জলের গানের ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি শুধু রাহুল আনন্দের বসতবাড়ি ছিল না; ছিল পুরো দলটির স্বপ্নধাম, আনন্দপুর। যেখানে তৈরি হয়েছে কত গান, কত সু্র, আর দাদার ভাবনাপ্রসূত শত শত বাদ্যযন্ত্র। শুধু তা-ই নয়। জলের গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। দলের সকলের দলগত সংগীতচর্চা থেকে শুরু করে, সকল স্টুডিও ওয়ার্ক-রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এখানেই হতো।”
বঙ্গবন্ধুর বাড়ির পাশেই তার আবাস বলে তিনি আক্রান্ত হলেন কী-না এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। ‘তবে কি এই ঠিকানায় আবাস হওয়াটাই কিছু মানুষের এত ক্ষোভের কারণ? এত রাগের বহির্প্রকাশ?’
অফিশিয়াল পেইজের বিবৃতিতে ব্যান্ডটি লিখেছে, ‘এই বাদ্যযন্ত্র, গান বা সাজানো সংসার হয়তো আমরা দীর্ঘ সময় নিয়ে আবার গড়ে নিতে পারব। কিন্তু এই ক্রোধ আর প্রতিহিংসার আগুনকে নেভাব কীভাবে! কেন আমরা ভালোবাসা আর প্রেম দিয়ে সবকিছু জয় করে নিতে পারি না?
বিবৃতিতে নিজেদের গান উল্লেখ করে ব্যান্ডটি লিখেছে, ‘কোন্ ছোবলে স্বপ্ন আমার হলো সাদা কালো? আমার বসত অন্ধকারে; তোরা থাকিস ভালো!’
শেষে তারা লিখেছে, ‘সকল প্রাণ ভালো থাকুক। নতুন আগামীর স্বপ্নকে আমরাও অভিবাদন জানাই একইভাবে। কিন্তু নিজের উল্লাসের চিৎকার এবং সজোর হাততালিতে কারও স্বপ্ন ভেঙে না দিই’।