Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

‘পথের গান’ নিয়ে এলেন সানি

ahmed-hasan-sunny-singer-151024-01
[publishpress_authors_box]

“কত প্রিয় মুখ আমি ফেলে এসেছি ওই পথের বাঁকে, জেনেছি মানুষ সব আশা ফুরলেও স্বপ্ন আঁকে… “; নিজের লেখায় সুরারোপ করে নিজেই এই গান গেয়েছেন গায়ক আহমেদ হাসান সানি।

গত ১১ অক্টোবর সানির ইউটিউব চ্যানেলে ‘পথের গান’ শিরোনামে ‘লুটপাট’ অ্যালবামের এই গান প্রকাশ পেয়েছে।

শ্রোতাদের কেউ কেউ মন্তব্য করে বলছেন, সানির এই গান ‘মাস্টারপিস’। কারও মনে আশা জাগছে, ‘পথের মাঝে একদিন দেখা হয়ে যাক’।

আর গায়ক সানি সকাল সন্ধ্যার কাছে বললেন, “আমাদের জীবন যে পথেই তৈরি সেটার একটা ঘ্রাণ পাওয়া যাবে এ গানে।

“আমরা যারা পথে পথে ঘুরে ঘুরে গান গেয়েছি। যারা এই জার্নির মধ্যে আছি, সবার জন্যই এ গানটা। আর যদি সিলসিলা বলেন, তাহলে আমরা ছোটবেলায় জেমসের কন্ঠে শুনেছি ‘পথের বাপই বাপরে মনা, পথেই ঠিকানা’। আমাদের জার্নির সঙ্গে পথের একটা সংযোগ তো আছেই। বিভিন্ন পথ, বিভিন্ন সময় বিভিন্ন রকম-সে সব পথে হাটতে হাটতে যে ভাবনা কুড়িয়ে পেয়েছি তা নিয়েই গানটা।”

বাংলাদেশ, থাইল্যান্ড, নেপালের বিভিন্ন পথে হাঁটতে হাঁটতে এই গানের ভিডিও তৈরি হয়েছে। আহমেদ হাসান সানির প্রথম অ্যালবাম ‘মুক্তাঞ্চল’ প্রকাশের প্রায় সাত বছর পর আসে দ্বিতীয় অ্যালবাম ‘লুটপাট’।

এই অ্যালবামে প্রথম গান ‘আমরা হয়তো’ মুক্তি পায় ২০২৩ সালের ৭ জানুয়ারি।

তখন সানি বলেছিলেন, এক এক করে অ্যালবামের মোট ৭টি গান প্রকাশ পাবে।

‘পথের গান’ সেই অ্যালবামের পঞ্চম গান।

একাধারে গায়ক, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা সানি সকাল সন্ধ্যাকে জানালেন, আগামী ১৮ অক্টোবর যাত্রা বিরতিতে মহল্লার মোড়ে কনসার্টে গান করবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত