ঢালিউডে ঈদ মানেই যেমন বড় তারকার ছবি, ঠিক তেমনি বলিউডের ক্ষেত্রে দিওয়ালি বা দীপাবলি। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সময়টাতেই চলে ‘বিগ বাজেট স্টার কাস্ট’ সিনেমার বক্স অফিস লড়াই।
এই বছর যুদ্ধটা বহু প্রতীক্ষিত দুই সিনেমা ‘সিংঘাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া থ্রি’-এর মধ্যে। গেল শুক্রবারেই মুক্তি পেয়েছে সিনেমা দুইটি,যাকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল অনেক।
‘সিংঘাম এগেইন’ এবং ‘ভুল ভুলাইয়া থ্রি’ – দুই সিনেমারই বক্স অফিসে শুরুটা দুর্দান্ত। মুক্তির প্রথম দিন অজয় দেবগনের ‘সিংঘাম এগেইন’ আয় করেছে ৪৩ কোটি ৫০ লাখ রুপি। আর দ্বিতীয় দিনের আয় ৪২ কোটি রুপি। বিশ্বব্যাপী দুই দিনে আয় ছাড়িয়েছে ১০০ কোটি।
অবশ্য রোহিত শেঠির ‘সিংঘাম এগেইন’-এর বক্স অফিসে ভালো করারই কথা ছিল। শেঠির ‘কপ ইউনিভার্স’-এর এই পর্যন্ত সবচেয়ে তারকাবহুল সিনেমা এটি। অজয় দেবগনের সাথে পর্দায় একসাথে দেখা যাচ্ছে অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরকে। আর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেখা গেছে ‘দাবাং’-এর চুলবুল পাণ্ডে অর্থাৎ সালমান খানকে!
এদিকে আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া থ্রি’ প্রথম দিনে তুলেছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি। প্রযোজকরা হয়তো ‘সিংঘাম এগেইন’ থেকে পিছিয়ে থাকার কারণে কিছুটা হতাশ হলেও, অভিনেতা কার্তিক আরিয়ানের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় ‘ওপেনিং’।
অবশ্য শনিবারে আয়ের ধারা ধরে রেখেছে সিনেমাটি; তুলে নিয়েছে ৩৭ কোটি রুপি।
ভারতীয় বক্স অফিসের হিসাব ধরলে এগিয়ে রয়েছে সিংঘাম—প্রথম দুই দিনে আয় ৮৫ কোটি ৫০ লাখ রুপি। আর ভুল ভুলাইয়া ঘরে তুলেছে ৭২ কোটি ৫০ লাখ রুপি। যাকে বলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই!
আয়ে পিছিয়ে থাকলেও কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুল ভুলাইয়া থ্রি’ নিয়ে দর্শক আগ্রহ চোখ পড়ার মতো। সিংঘামের মত হাইভোল্টেজ অ্যাকশন সিনেমার সঙ্গে যুদ্ধে বেশ শক্তিশালী শুরুই করেছে হরর-কমেডি সিনেমাটি।