Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মিলান জয়ের পরও ফরেস্ট-হার তাড়াচ্ছে লিভারপুলকে

মিলানের মাঠ থেকে জিতে ফিরেছে লিভারপুল। ছবি: এক্স
মিলানের মাঠ থেকে জিতে ফিরেছে লিভারপুল। ছবি: এক্স
[publishpress_authors_box]

শুরুতে গোল হজম করে বসল লিভারপুল। তখন নিশ্চয় নটিংহাম ফরেস্টের হার উঁকি দিচ্ছিল অলরেড সমর্থকদের মনে। তবে চ্যাম্পিয়নস লিগে পুরনো রূপেই ফিরল লিভারপুল। আগ্রাসী ফুটবলে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস শুরু করেছে ইংলিশ ক্লাবটি।

সান সিরোয় শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। তৃতীয় মিনিটে এগিয়ে যায় মিলান। মাঝমাঠ থেকে আলভারো মোরাতার বাড়ানো বল ধরে এগিয়ে বক্সে ঢুকে পড়েন ক্রিস্টিয়ান পুলিসিক। ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আমেরিকান তারকা।

গোলশোধে মরিয়া লিভারপুল ঝড় বইয়ে দেয় মিলানের রক্ষণভাগে। সমতায় ফিরতে সময়ও লাগেনি। ২৩ মিনিটে সফরকারীদেরা খেলায় ফেরান ইব্রাহিমা কোনাতে। এরপর বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায় লিভারপুল। ৪১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ভার্জিল ফন ডাইক। কর্নার থেকে উড়ে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন ডাচ ডিফেন্ডার।

বিরতির পরও সচল থাকে লিভারপুলের আক্রমণ। ৬৭ মিনিটে পেয়ে যায় তৃতীয় গোল। এবার লক্ষ্যভেদ করেন দোমিনিক সোবোসলাই। কোডি গাপকোর কাট ব্যাক থেকে জাল খুঁজে নেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার।

শুরুতে পিছিয়ে পড়েও মিলানের মাঠ থেকে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এরপরও নটিংহাম ফরেস্টের বিপক্ষে হার তাড়িয়ে বেড়াচ্ছে অলরেডদের। গত শনিবার ঘরের মাঠে ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিভারপুল।

নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচ জয়ের পর প্রথমবার হারের মুখ দেখেছে লিভারপুর। মিলান জয়ের পরও ওই হারের কথা উঠে এলো স্লটের মুখে, “শনিবারের হারটা ছিল বিশাল ধাক্কা। এরপর এখানে (চ্যাম্পিয়নস লিগ) ১-০তে পিছিয়ে পড়লাম। তবে আপনারা নিশ্চয় বিস্মিত হয়েছেন আমাদের ঘুরে দাঁড়ানো দেখে।”

সঙ্গে যোগ করেছেন, “কিন্তু কথা হলো, আপনি যদি এভাবে এত ভালো খেলতে পারেন, তাহলে আমার বলতে কোনও দ্বিধা নেই- আজকে এভাবে খেলতে পারলে ঘরের মাঠে ফরেস্টের কাছে হেরে যাওয়াটা অবিশ্বাস্য।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত