স্লোভেনিয়া ১ : ১ ডেনমার্ক
২০০০ সালে সবশেষ ইউরো খেলেছিল স্লোভেনিয়া। এরপর মর্যাদার টুর্নামেন্টটিতে আর সুযোগ পায়নি তারা। অথচ বিশ্বকাপ খেলেছে ২০০২ ও ২০১০ সালে। এতদিন পর ফেরাটা তারা স্মরণীয় করল ডেনমার্ককে ১-১ গোলে রুখে দিয়ে। এই ম্যাচে করা গোলটা ২৪ বছর পর ইউরোয় তাদের প্রথম!
১৭ মিনিটে ডেনমার্ককে এগিয়ে নেন জীবন যুদ্ধ জয় করা ক্রিস্টিয়ান এরিকসেন। গত ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে মাঠে হঠাৎ লুটিয়ে পড়েন এরিকসেন। সঙ্গে সঙ্গেই শুরু হয় চিকিৎসা। ১৫ মিনিট চিকিৎসার পর জ্ঞান ফেরে এরিকসেনের। হাসপাতালে নেওয়ার পর বুঝতে পারেন, হার্ট অ্যাটাক হয়েছিল তার।
ডেনিশ প্লেমেকার বুকে কৃত্রিম যন্ত্র বেঁধে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরেন ২৮৭ দিন পর। এবার তো দলের অন্যতম ভরসাই তিনি। সেই এরিকসেন জোনাস ওয়াইন্ডের ক্রসে আজ এগিয়ে দিয়েছিলেন ডেনিশদের।
৭৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে নেওয়া জোড়ালো শটে সমতা ফেরান স্লোভেনিয়ার এরিক জানজা, যা ২৪ বছর পর ইউরোয় তাদের প্রথম গোল। ২০০০ সালে সবশেষ স্পেনের বিপক্ষে গোল পেয়েছিল তারা।
ম্যাচে দাপট দেখিয়েছে ডেনমার্কই। ৬৮ শতাংশ বলের দখল রেখে পোস্টে ১৬টা শট নিয়েছিল তারা। এর ৪টি ছিল লক্ষ্যে। সেখানে কাউন্টার অ্যাটাকে খেলা স্লোভেনিয়া ১১টা শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ২টি।
তবে শেষ ১০ মিনিট ভীষণ আক্রমণাত্মক ছিল স্লোভেনিয়া। অল্পের জন্য একটা গোলও মিস করে তারা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে সন্তুষ্ট থাকার কথা তাদের।