Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

অ্যাটর্নি জেনারেল সিঙ্গাপুরে, দায়িত্বে মুনীর

এস এম মুনীর।
এস এম মুনীর।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সিঙ্গাপুর যাওয়ায় আপাতত তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

আগামী ৩০ জুলাই পর্যন্ত মুনীর ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন বলে শনিবার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম মুনীর সকাল সন্ধ্যাকে বলেন, “অ্যাটর্নি জেনারেল একটি কনফারেন্সে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন। আগামী ৩০ জুলাই তিনি দেশে ফিরবেন। ওই দিন পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মুনীর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে রয়েছেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেয় সরকার।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তাদের মধ্যে মুনীর জ্যেষ্ঠতম।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত