গলেই ছিল প্রথম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই দ্বিতীয় টেস্ট শুরু করলেন স্টিভেন স্মিথ। রান উৎসবে আরেকবার সেঞ্চুরির আনন্দে মাতলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। তার এই উপলক্ষের পর অ্যালেক্স ক্যারিও পূরণ করেছেন শতক। এই দুজনের ব্যাটে ভর করে গলে চলছে অস্ট্রেলিয়ার রাজত্ব।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৩০ রান। তাতে ২৫৭ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছে ৭৩ রানের লিড। স্মিথ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরি। দিনশেষে অপরাজিত ১২০ রানে। ক্যারি তাকেও ছাড়িয়ে, ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে অপরাজিত আছেন ১৩৯ রানে।
দ্বিতীয় দিন শুরু হয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। আগের দিনের ৯ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করে ২৫৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। কুশল মেন্ডিস অপরাজিত থাকেন ৮৫ রানে। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার মিচেল স্টার্ক। এই পেসার ৩৭ রানে নেন ৩ উইকেট। দুই স্পিনার ম্যাথু কুনেমান ও নাথান লায়ন দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।
ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো ছিল না। ট্রাভিস হেড ঝড়ো ব্যাটিংয়ে ২২ বলে ২১ রান করে বিদায় নেন। মার্নাস লাবুশেন ৪ রানেই আউট। উসমান খাজা ভালো শুরু পেলেও ৩৬ রানের বেশি করতে পারেননি। ফলে ৯১ রানে ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ওই জায়গা থেকে স্মিথ ও ক্যারির দাপট শুরু।
এশিয়ার স্পিনিং উইকেটে মানিয়ে নিতে গলদঘর্ম হন উপমহাদেশের বাইরের ব্যাটাররা। স্টিভেন স্মিথ সেখানে ব্যতিক্রম। এশিয়ার মাটিতে খেলা টেস্টে অস্ট্রেলিয়ানদের মধ্যে তার রানই এখন সবচেয়ে বেশি।
অস্ট্রেলিয়ানদের মধ্যে ৪৮ ইনিংসে ৪১.৯৭ গড়ে এতদিন সবচেয়ে বেশি ১৮৮৯ রান ছিল রিকি পন্টিংয়ের। রেকর্ডটা ভাঙতে স্মিথ পিছিয়ে ছিলেন ২৭ রানে। আজ (শুক্রবার) গল টেস্টের দ্বিতীয় দিন রেকর্ডটা নিজের করে নিতে বেশি সময় নেননি প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
লাঞ্চের ১৫ মিনিট পরই ছাড়িয়ে যান পন্টিংকে। ৪২ ইনিংসে পন্টিংকে পেছনে ফেলেছেন স্মিথ। এশিয়ার মাটিতে তার টেস্ট গড় ৫০-এর বেশি। একদিন আগে অস্ট্রেলিয়ানদের মধ্যে টেস্টে রিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডও ভেঙেছিলেন স্মিথ (উইকেটকিপার ছাড়া ১৯৭টি)।
চতুর্থ উইকেটে ক্যারির সঙ্গে ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন স্মিথ। তিনি আগে সেঞ্চুরি পেলেও দিনশেষে ক্যারিই এগিয়ে। অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার ওয়ানডে ধাঁচে ব্যাটিং করে ১৫৬ বলে খেলেছেন ১৩৯ রানের ইনিংস। মেরেছেন ১৩ চার ও ২ ছক্কা। স্মিথ অপরাজিত ১২০ রানে। ২৩৯ বলের ইনিংস সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।