ছক্কা মেরে মাইলফলকে পা রাখাটা যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন স্মৃতি মান্ধানা। আজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ছক্কায় দুটি রেকর্ড গড়লেন ভারতীয় এই তারকা।
বিশাখাপত্তমে অষ্টম ওভারে মান্ধানা বিশাল এক ছক্কা মারেন অস্ট্রেলিয়ার সোফি মোলিনুকে। তাতে প্রথম ব্যাটার হিসেবে নারীদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মাইলফলক পেরিয়ে যান মান্ধানা।
ম্যাচের আগে মান্ধানার ওয়ানডেতে রান ছিল ৪৯৪২। ২১তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ান বোলার কিম গার্থকে ছক্কা মেরে ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলকও পেরিয়ে যান মান্ধানা।
5️⃣0️⃣0️⃣0️⃣ reasons to smile! 💫
— Royal Challengers Bengaluru (@RCBTweets) October 12, 2025
Smriti becomes the youngest and fastest batter to 5000 WODI runs! 🤯
Another milestone, same Mandhana magic! 🔥 pic.twitter.com/xk34vxJzRf
নারী ওয়ানডেতে পঞ্চম ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক পেরিয়েছেন মান্ধানা। ভারতের মিতালি রাজ ২৩২ ম্যাচে ২১১ ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭৮০৫ রান।
মেয়েদের ওয়ানডেতে দ্রুততম ৫,০০০ রান করার বিশ্বরেকর্ডও গড়লেন মান্ধানা। পুরুষ ও মেয়েদের ওয়ানডে মিলিয়ে এই তালিকায় তার আগে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। ১১২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন মান্ধানা। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ১১৪ ইনিংসে ৫,০০০ রানের মাইলফলকে পৌঁছেছিলেন।
শেষ পর্যন্ত ৬৬ বলে ৮০ রানে থামেন মান্ধানা। ৪৮.৫ ওভারে ৩৩০ রানে অলআউট হয় ভারত। আনাবেল সাদারল্যান্ড নেন ৫ উইকেট।



