Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

‘ওয়ান্ডার ওম্যান’ থেকে ‘স্নো হোয়াইট’-এর কুচক্রী রানি গাল গাদোথ

গাল গাদোথ, ওয়ান্ডার ওম্যান, হলিউড
২০০৯ সালে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্র্যাঞ্চাইজের একটি সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হয় ইসরাইলি অভিনেত্রী গাল গাদোথের।
[publishpress_authors_box]

‘ওয়ান্ডার ওম্যান’ দিয়ে দর্শকদের মন জয় করা গাল গাদোথ এবার তার মানবদরদী সুপারহিরো ইমেজ ঝেড়ে ফেলে দিয়ে আসছেন খলনায়িকার ভূমিকায়। ডিজনির লাইভ অ্যাকশান ‘স্নো হোয়াইট’-এ তাকে দেখা যাবে ‘ইভিল কুইন’ অর্থাৎ কুচক্রী এক রানির চরিত্রে যে কিনা সৎ মেয়েকে বঞ্চিত করে দখল করে নেয় তার সব।

মার্ক ওয়েব পরিচালিত এই সিনেমায় স্নো হোয়াইট চরিত্রে অভিনয় করেছেন ‘ওয়েস্ট সাইড স্টোরি’ খ্যাত র‌্যাচেল জেগলার।

র‌্যাচেল জেগলার

সদ্য প্রকাশিত ট্রেইলারে পাওয়া গেলো স্নো হোয়াইট আর ইভিল কুইনের মধ্যে দ্বন্দের আভাস। স্নো হোয়াইট স্মরণ করছে বাবার রাজ্যের কথা। বাবা মারা যাওয়ার পর তার সৎমা ইভিল কুইন দখল করে নেয় রাজ্য।

গাল গাদোথ

আর এরপরেই দেখা যায় কুচক্রী রানির বেশে গাল গাদোথকে দাঁড়িয়ে জাদুর আয়নার সামনে। আর সেই আয়না তাকে বলছে তার সৎকন্যাই “সবার চেয়ে সুন্দর”।

ট্রেইলারের একেবারে শেষে দেখা যায়, স্নো হোয়াইট এবং সাত বামন একত্রিত হয়ে রাজ্য রক্ষার জন্য একটি দল গঠন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত