ওসাসুনার কাছে হারটা যেন জেগে ওঠার বার্তা ছিল বার্সেলোনার। সেই হারের পর লা লিগায় ৪ ম্যাচ খেলেছে হান্সি ফ্লিকের দল। এই ৪ ম্যাচেই করেছে গোল উৎসব।
এল ক্লাসিকোয় রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ (রবিবার) ডার্বিতে এস্পানিওলকেও হারাল ৩-০’তে। জোড়া গোল দানি ওলমোর, অপর গোলটি রাফিনিয়ার। সবমিলিয়ে লা লিগায় সবশেষ ৪ ম্যাচে তাদের গোল ১৫টি।
এই জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল বার্সা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ।
লা লিগার অপর ম্যাচে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো । ৩৭ মিনিটে প্রথম গোলটি করেন আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিামওনে। বাবার ক্লাবের হয়ে এটাই তার প্রথম গোল। ৮৩ মিনিটের অপর গোলটি আলেক্সান্দার সরলথের।
ম্যাচের আগে স্পেনের ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে মাঠে নামাটাকেই অর্থহীন বলেছিলেন ডিয়েগো সিমিওনে। এজন্যই হয়তো নিজের প্রথম গোলটা বিশেষ জার্সি দেখিয়ে বন্যার্তদের উৎসর্গ করলেন তার ছেলে জুলিয়ানো।
ম্যাচ শেষে জুলিয়ানো বললেন, ‘‘ভালো লাগছে আতলেতিকোর হয়ে প্রথম গোল করে। তবে ভ্যালেন্সিয়ার বন্যা আমরা তা এড়িয়ে যেতে পারি না। ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা জানাই।’
স্পেনে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন হয় বার্সেলোনা-এস্পানিওল ম্যাচের আগে। ক্ষতিগ্রস্তদের জন্য চাওয়া হয় সাহায্যও। মানবতার সেই ম্যাচে বিরতির আগেই ৩ গোল আদায় করেছিল কাতালানরা।
রিয়ালের ম্যাচের মতো রবিবারও হাইলাইন ডিফেন্সে খেলেছে বার্সেলোনা। তাতে দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এস্পানিওলের।
১২তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রস পেয়ে প্রথম ছোঁয়ায় জাল খুঁজে নেন দানি ওলমো। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে মার্ক কাসাদোর বাড়ানো বল ব্রাজিলিয়ান এই উইঙ্গার জড়ান জালে। ক্লাবের হয়ে এই মৌসুমে এটা তার ১১তম গোল।
৩১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান ৩-০ করেন ওলমো। ৬৩ মিনিটে এক গোল ফেরান এস্পানিওলের জাভি পুয়াদো।