Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

স্বামীর পরিচয়ে আড়াল হয়ে গিয়েছিলেন ‘গেইম অব থ্রোনসের’ অভিনেত্রী সোফি

Sophie Turner
Picture of সৈয়দ ফরহাদ

সৈয়দ ফরহাদ

‘গেইম অব থ্রোনসে’র অভিনেত্রী সোফি টার্নার সম্প্রতি ব্রিটিশ ভোগ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক ও গীতিকার জো জোনাসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের ব্যাপারে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পর থেকেই সন্তানের কথা চিন্তা করে তারা দুইজন প্রকাশ্যে এ নিয়ে কথা বলা থেকে বিরত ছিলেন।

তবে বিচ্ছেদ পরবর্তী কাদা ছোড়াছুড়ির পুরোনো পথে না হেঁটে ব্যতিক্রম ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার এই সাবেক জা। বিচ্ছেদের প্রসঙ্গে এলে তিনি বরং টেনে আনতেন ভিন্ন কিছু।

সাক্ষাৎকারে সোফি তার বৈবাহিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, জোনাসের ‘স্ত্রী’ পরিচয় তার আত্মপরিচয়কে বিলীন করে দিচ্ছিল।

তার মতে, জো জোনাসের অপরাপর ভাইদের জীবনসঙ্গীরাও গণমাধ্যমে শুধুই তাদের ‘স্ত্রী’ হিসেবে প্রাধান্য পান।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব ড্যানিয়েল জোনাসের কথাও। প্রথমজন নিক জোনাস এবং দ্বিতীয় জন যে কেভিন জোনাসের স্ত্রী এ কথা কে না জানে!

সোফি বলেন, “এই তিন ভাই আর তাদের স্ত্রীদের নিয়ে গণমাধ্যমে মনযোগের কমতি ছিল না, কিন্তু আমরা ছিলাম কেবলই ‘স্ত্রী’, যেন অন্য কোনও পরিচয় আমাদের নেই। (যেকোনও জায়গায় নিমন্ত্রণে গেলে) আমার নিজেকে উটকো মনে হতো।”

সোফি টার্নার। ছবি- সংগৃহীত

যদিও সোফি জানান, সাবেক স্বামী জো জোনাস ব্যক্তিগতভাবে তাকে কখনোই এমন অনুভূতির মুখোমুখি করেননি।

সোফির ভাষায়, “ও কখনোই আমাকে এভাবে দেখতো না। এটা আসলে আমাদের একান্ত অনুভূতি (সোফি, প্রিয়াঙ্কা এবং ড্যানিয়েল)।”

সোফি, প্রিয়াঙ্কা এবং ড্যানিয়েল প্রায়ই ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ এর কনসার্টে অংশ নিতেন। জোনাসদের ভক্ত শ্রোতারা তাদের ডাকতো জে-সিস্টারস বলে। এই তিনজনকে ‘জোনাস ব্রাদার্স’ এর মিউজিক ভিডিও ‘সাকার’ এ দেখা গেছে।

‘জোনাস ব্রাদার্স’- নিক জোনাস, কেভিন জোনাস এবং জো জোনাসের পপ ঘরানার একটি ব্যান্ড।

সোফি এবং জো জোনাসের বিবাহ বিচ্ছেদ ঘটে ২০২৩ এর সেপ্টেম্বরে। তাদের বিচ্ছেদের খবর চাউর হলে সোফির ঘাড়ে জোটে ‘দায়িত্বজ্ঞানহীন মা’ এর অপবাদ যে কিনা ‘স্বেচ্ছায় নিজের কন্যা সন্তানদের একা ফেলে চলে যাচ্ছে’।

সাক্ষাৎকারে সোফি সেই সময়টিকে তার জীবনের ‘সবচাইতে খারাপ সময়’ হিসেবে দাবি করেন। তবে জীবনের এমন কঠিন সময়ে তার পাশে ‘ত্রাতা’ হয়ে দাঁড়িয়েছিল নাকি জো’র সাবেক প্রেমিকা এবং দুনিয়া কাঁপানো গায়িকা টেইলর সুইফট।

টেইলর সুইফট সম্পর্কে সোফি ভোগ-কে বলেন, “টেইলর সে সময় আমার জীবনের ত্রাতা হয়ে উঠেছিল। এতোটা কৃতজ্ঞ আর কারও প্রতি আমি কখনো হইনি। কারণ সে আমার সন্তানের দায়িত্ব তো নিয়েছিলই, পাশাপাশি আমাদের দিয়েছিল মাথার ওপর ছাদ।”

সোফির-জো এর বিচ্ছেদ খুব মসৃণ ছিল না। একসময় তাদের সন্তানের জিম্মাদার কে হবেন এইসব নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। সোফি এ সব ঘটনায় তার কন্যাদের ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেন।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত