Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

অল্প রানের ম্যাচে রেকর্ডের গল্প

টানা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ছবি : বিসিবি
টানা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ছবি : বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচটা ছিল অল্প রানের। শ্রীলঙ্কা থামে কেবল ১২৪ রানে। সেই রান তাড়া করতে যেয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তাওহীদ হৃদয়, মাহমমুদউল্লাহ, লিটন দাসদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের। তাতে রেকর্ডও হয়েছে কয়েকটা। দেখে নেওয়া যাক।

সৌম্যর ১৩তম শূন্যের বিশ্বরেকর্ড

সৌম্য সরকার সেরা ছন্দে নেই অনেক দিন। বিশ্বকাপটাও শুরু হলো যাচ্ছেতাই ভাবে। আউট হয়েছেন ০ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ১৩তম ডাক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা এখন সৌম্যর। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংও ০ রানে আউট হয়েছেন ১৩বার।

লঙ্কানদের বিপক্ষে ষষ্ঠ জয়

টি-টোয়েন্টিতে বাংলাদেশ সবচেয়ে বেশি ১৭ জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে (২৫ ম্যাচে)। দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠ জয় এখন শ্রীলঙ্কার সঙ্গে (১৭ ম্যাচে)। তৃতীয় সর্বোচ্চ ৫টি করে জয় আছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

লিটন-হৃদয়ের জুটি

চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় গড়েছেন ৬৩ রানের জুটি। চতুর্থ বা এর চেয়ে বেশি উইকেট জুটিতে (পঞ্চম, ষষ্ঠ, সপ্তম) বিশ্বকাপে এটাই সর্বোচ্চ বাংলাদেশের। আগের সেরা ছিল ২০১৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লার ৫১*।

২ উইকেটের জয়

বিশ্বকাপে ২ উইকেটের জয় এতদিন ছিল ৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টা এই টুর্নামেন্টে ২ উইকেটের ষষ্ঠ জয়। এই ছয় জয়ের চারটিই ১৪০ রানের কম তাড়া করে।

রোহিতের পর সাকিব

টানা নবম বিশ্বকাপ খেললেন সাকিব আল হাসান। রোহিত শর্মার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড এখন সাকিবের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত