Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সৌম্য নিশ্চিত ছিলেন বল ব্যাটে লাগেনি

111
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে
সিলেট থেকে

আবারও বিতর্ক। নাগিন নাচ, টাউমড আউটের পর এবার বিতর্ক সৌম্য সরকারের আউট হওয়া না হওয়া নিয়ে। কাল (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে বিনুরা ফার্নান্ডোর শর্ট বলে পুল করেছিলেন সৌম্য। আম্পায়ার গাজী সোহেল ভেবেছিলেন বটম-এজড হয়েছিলেন তিনি। সৌম্য নেন রিভিউ। আল্ট্রা-এজে দেখা যায় স্পাইক। এরপর হাঁটা দেন তিনি।

তখনই গল্পে নতুন মোড়। টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান জানাচ্ছিলেন, স্পাইক আসার সময় ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি। প্যাভিলিয়নে ফিরতে যাওয়া সৌম্য ফিরে আসেন ক্রিজে।

এ নিয়ে চলছে বিতর্ক। ম্যাচ রেফারির কাছে অভিযোগও দিতে চান লঙ্কান সহকারী কোচ নাভিদ নেওয়াজ। যাকে নিয়ে এত বিতর্ক সেই সৌম্য সরকার কি ভাবছেন?

সিরিজ সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসের পক্ষ থেকে এ নিয়ে জানতে চাওয়া হয় সৌম্যর কাছে। বাংলাদেশি এই ওপেনার জানালেন, ‘‘না আমি আত্মবিশ্বাসী ছিলাম আমার ব্যাটে লাগেনি, বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি। কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগে নাই।’’

আল্ট্রা-এজে স্পাইক দেখার পাশাপাশি আওয়াজও হয়েছিল। তাই নটআউটের সিদ্ধান্ত মানতে না পোরে আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেন লঙ্কান ক্রিকেটাররা। এই আওয়াজটা তাহলে কীসের?

সৌম্য জানালেন, ‘‘হয়ত বা কোনও একটা আওয়াজ আসছিল। হয়ত আমার চেইন বা হেলমেট থেকে। ব্যাটের সাথে গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম, বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের কাছে জিজ্ঞেস না করেই রিভিউ নেওয়া।’’

এদিকে সৌম্যর নটআউট হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক করুনারত্নে। স্নিকোর ছবি ‘এক্স’এ দিয়ে লিখেছেন,‘‘সে কীভাবে এই সিদ্ধান্তটা বদলাতে পারে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত