Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের আশা দেখছেন না সৌরভ, একমত নন গিল

ssss23
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের মাটিতে ২-০’তে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার চ্যালেঞ্জ ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। বাংলাদেশকে হাল্কাভাবে না নিয়ে তাই সেরা দল ঘোষণা করেছে ভারত।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ইতিহাস গড়লেও ভারতে নাজমুল হোসেন শান্তদের কোনও আশা দেখছেন না ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ রাখঢাক না রেখেই বললেন, ‘‘পাকিস্তানের মাটিতে ওদের হারানো সহজ নয়। সিরিজ জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা। তবে ভারতে খেলা একেবারে আলাদা। নিজেদের মাঠে হোক বা বিদেশ, ভারত খুবই শক্তিশালী দল। আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না, ভারতই জিতবে এই সিরিজ। তবে বাংলাদেশের কাছ থেকে ভালো ও কঠিন ক্রিকেটই প্রত্যাশা করবে ভারত, কারণ ওরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে আসছে ওরা।’’

পাকিস্তানের ক্রিকেটের সমালোচনা করে সৌরভ আরও বললেন, ‘‘পাকিস্তানে প্রতিভার অভাব আছে। জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার  ইউনিস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের মতো ক্রিকেটার নেই ওদের। আসলে সব প্রজন্মেই ভালো ক্রিকেটার দরকার।’’

সৌরভের সঙ্গে অবশ্য একমত হতে পারছেন না ভারতীয় তারকা শুবমান গিল। বাংলাদেশকে হারানো সহজ হবে না বলেই ‘জিও সিনেমা’কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন এই ব্যাটার, ‘‘গত দুই মাস, বিশেষ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যেরকম খেলেছে-সেটা অসাধারণ ছিল। ওদের পেস বোলার আর মিডল অর্ডার দারুণভাবে চাপ সামলেছে। আমি মনে করি, বাংলাদেশ সিরিজ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত