তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি। খেলেছেন ৭টি টেস্ট, সবগুলোই অস্ট্রেলিয়ার বিপক্ষে। জিতেছেন এর ৬টি, ড্র অপর ম্যাচে।
খেলা ছাড়ার পর মাইক প্রক্টর ছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ। দায়িত্ব পালন করেছেন ধারাভাষ্যকার, আইসিসি ম্যাচ রেফারি এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নির্বাচক কমিটির আহবায়ক হিসেবেও।
ক্যারিয়ারে কোনও টেস্ট না হারা প্রক্টর হার মানলেন জীবন যুদ্ধে। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পরের জটিলতায় গতকাল (শনিবার) প্রক্টর মারা গেছেন ৭৭ বছর বয়সে। নিউজ২৪–কে প্রক্টরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মারিয়ানা। অস্ত্রোপচারের পর গত কয়েক দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হেয়েছিল প্রক্টরকে।
১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত ৭টি টেস্টই খেলেছিলেন প্রক্টর। এরপর বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। ৭ টেস্টে তার উইকেট ৪১টি আর রান ২২৬। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কোচও ছিলেন প্রক্টর।
প্রক্টরের খ্যাতি বোঝাবে প্রথম শ্রেণীর ক্রিকেটের পরিসংখ্যান। এই ফাস্ট বোলিং অলরাউন্ডার ৪০১ ম্যাচে নিয়েছেন ১ হাজার ৪১৭ উইকেট। ব্যাট হাতে করেছেন ২১ হাজার ৯৩৬ রান। সেঞ্চুরি ৪৮ আর ফিফটি ১০৯টি। দক্ষিণ আফ্রিকা ২১ বছর নিষিদ্ধ না থাকলে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারই হতে পারতেন তিনি।