ভিসা জালিয়াতির দায়ে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশটির সরকারের হ্যান্ডেল থেকে এক পোস্টে এই খবর জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, দক্ষিণ আফ্রিকার বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ এসএ) শনিবার (২৫ মে) দেশটির ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর (ওআরটিআইএ) থেকে ২৮ বাংলাদেশিকে আটক করে।
ওই বাংলাদেশিরা দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা প্রবেশ করে। তাদের ২৭ জনের কাছেই ভুয়া ভিসা পাওয়া গেছে। আর একজনের কাছে কোনও ভিসাই ছিল না।
পোস্টে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকার জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের মাত্র দুই দিন বাকি আছে। এই উপলক্ষে দেশটির বর্ডার কর্তৃপক্ষ মানুষ চলাচলের ওপর কড়া নজরদারি করছে এবং দেশটিতে প্রবেশের সব বন্দরে উচ্চ সতর্কতায় রয়েছে।
শনিবার সন্ধ্যায় বিএমএ কর্মকর্তারা দুবাই থেকে একটি ফ্লাইটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ওই বাংলাদেশিদের আটক করেন।
দক্ষিণ আফিকার সংবাদ মাধ্যম দ্য সিটিজেনকে বিএমএ বলেছে, “আটক বাংলাদেশিরা জাল ভ্রমণ নথি ধারণ করে দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘন করেছে। তারা ভিজিট ভিসা নিয়ে এসেছিলেন। তাই তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।”