Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

প্রোটিয়াদের দলে বিশ্বকাপের ১০, আছেন ‘দুর্ভাগা’ নর্কিয়াও

দলে আছেন দুর্ভাগা পেসার আনরখি নরকিয়া।
দলে আছেন দুর্ভাগা পেসার আনরখি নরকিয়া।
[publishpress_authors_box]

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল খেলেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তারা খেলেছে সেমিফাইনাল। ২০২৩ বিশ্বকাপ দলের ১০ জনকে রেখে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল তারা।

টেম্বা বাভুমার নেতৃত্বে সেই দলে রাখা হয়েছে চোট কাটিয়ে ফেরা আনরিখ নর্কিয়া আর লুঙ্গি এনগিডিকে। প্রথমবারের মতো প্রোটিয়াদের হয়ে আইসিসি ইভেন্টে খেলবেন উইয়ান মুল্ডার, টনি ডি জর্জি, রায়ান রিকেলটনরা।

চোট কাটিয়ে ফিরেছেন এনগিডি।

নর্কিয়াকে বলা হয় দুর্ভাগা পেসার। কারণ ২০১৯ আর ২০২৩ বিশ্বকাপের দলে থাকলেও চোটের জন্য খেলতে পারেননি শেষ পর্যন্ত। ২০১৯ বিশ্বকাপে আঙুলের চোটে আর ২০২৩ বিশ্বকাপে পিঠের চোটে খেলা হয়নি ৩১ বছর বয়সী এই পেসারের।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন গত বছরের মে পর্যন্ত।

নেতৃত্বে থাকছেন টেম্বা বাভুমা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করা নর্কিয়া খেলতে পারেননি এসএ২০–এর প্রথম ম্যাচও। দেখা যাক চ্যাম্পিয়নস ট্রফির আগে পুরো ফিট হয়ে উঠেন কিনা তিনি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্কারাম, ডেভিড মিলার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত