Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে আসবে কিনা ভাবছে দক্ষিণ আফ্রিকা

south africa-1
[publishpress_authors_box]

অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। আইসিসির ভবিষ্যৎ সূচির অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে এই সফরে। তবে এই সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে আসবে কিনা ভাবছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যেই নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার (৯ সেপ্টেম্বর) কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা দলের সফরও সুতোয় ঝুলছে। ক্রিকইনফো জানতে পেরেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এই সফর নিয়ে আলোচনা শুরু করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে। দুই পক্ষের আলোচনার পর এ সপ্তাহেই আসবে বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

২১ অক্টোবর শুরু হওয়ার কথা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। বর্তমান পরিস্থিতিতে অবশ্য ইতিবাচক অবস্থানেই রয়েছে সিএসএ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, তারা জানতে পেরেছে বাংলাদেশের অবস্থা এখন স্থিতিশীল। তবে কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হলে বাংলাদেশে আসার ঝুঁকি নেবে না প্রোটিয়ারা।

সর্বসম্মতিতে বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় দক্ষিণ আফ্রিকা। ফলে এককভাবে কোনও খেলোয়াড়ের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে না। যদি বাংলাদেশে আসার সিদ্ধান্ত হয়, তাহলে সব খেলোয়াড় যেতে বাধ্য থাকবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি টেস্ট বাকি আছে প্রোটিয়াদের। শেষ হওয়া ছয় টেস্টে জিতেছে দুটি, হেরেছে তিনটি আর ড্র করেছে একটি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাতে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাকি থাকা ছয় টেস্টের পাঁচটিতে জিতে হবে তাদের।

সেই হিসাবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটি দক্ষিণ আফ্রিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশঙ্কার মেঘ সরে গিয়ে সূচি অনুযায়ী সিরিজটি হলে প্রোটিয়ারা পাবে না মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েৎজেকে। চোটে আক্রান্ত এই দুই পেসার নভেম্বরের আগে মাঠে ফিরতে পারবেন না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত