Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কাজ না করেই বেতন বাড়ল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের   

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট উন সুক ইয়েল।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট উন সুক ইয়েল।
[publishpress_authors_box]

দেশে মার্শাল ল’ বা সামরিক আইন জারি করে গত ডিসেম্বরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়েল। বিরোধীরা তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব তুললে তা পাসও হয়।

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত যতদিন পর্যন্ত না ইয়েলের অভিশংসনকে অনুমোদন দিচ্ছে, ততদিন তিনি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন কিন্তু দায়িত্ব পালন করতে পারবেন না; সাময়িক বরখাস্ত করা হয়েছে তাকে।

এমন পরিস্থিতিতে খবর এল, সামরিক আইন জারির জেরে জনগণের রোষানলে পড়া দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বার্ষিক বেতন বেড়েছে।

দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোর মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে প্রেসিডেন্ট ইয়েলের বার্ষিক বেতন তিন শতাংশ বাড়িয়ে ২৬২ দশমিক ৬ মিলিয়ন ইয়েন করা হয়েছে।

এই খবর শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ কোরীয়রা। প্রেসিডেন্টের বেতন বৃদ্ধির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমানে ক্ষোভ ঝাড়ছেন তারা।

কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার পর ইয়েল যে বেতন পাচ্ছেন, এটাই তো জানা ছিল না। 

অনেকে আবার দক্ষিণ কোরিয়ার মজুরি কাঠামোর সঙ্গে প্রেসিডেন্ট ইয়েলের বার্ষিক বেতনবৃদ্ধির তুলনা টেনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তারা প্রশ্ন ছুড়েছেন, “দেশের মানুষের বার্ষিক ন্যূনতম মজুরি সবশেষ ১ দশমিক ৭ শতাংশ বাড়ানো হয়। সেখানে ইয়েলের বেড়েছে তিন শতাংশ, প্রায় দ্বিগুণ? এই পার্থক্য কেন?”

তথ্যসূত্র : বিবিসি

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত