স্পেনের তিকিতাকায় মরচে ধরেছিল। সেটা পরিস্কার করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। পাসিং ফুটবলের সঙ্গে মিশিয়েছেন গতি। তাতেই ২০১২ সালের পর ইউরো জিতেছে স্পেন।
দেশে ফিরে ছাদখোলা বাসে মোরাতা, রদ্রিদের সঙ্গে উৎসবেও মাতেন ফুয়েন্তে। এর আগে নাকি স্পেনের কোচের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার আবেদন ই-মেইলে করে এসেছেন তিনি! অথচ তার চুক্তি আছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে এই খবর।
কোপার ব্যর্থতায় চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেহারহল্টার। তার জায়গায় ২০২৬ বিশ্বকাপের জন্য ইয়ুর্গেন ক্লপকে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু রাজি হননি ক্লপ। বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে আগ্রহী ফুয়েন্তে।
অথচ চ্যাম্পিয়ন হওয়ার পর ফুয়েন্তে বলেছিলেন, ‘‘নতুন প্রজন্ম উঠে এসেছে স্পেনে। আশা করছি তারা আরও অনেক শিরোপা উপহার দিবে দেশকে।’’
সেই অভিযানে ফুয়েন্তে থাকতে চাইছেন না কেন? এ নিয়ে স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ গত নেশনস লিগ স্পেন জয়ের পরই বলেছিলেন, ‘‘স্পেনে খুব কম বেতন পান ফুয়েন্তে’’। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন বেতন না বাড়ালে, তাই হারাতেই পারে ফুয়েন্তেকে।