কদিন আগে ইউরোর শিরোপা জিতেছে স্পেন। এবার তারা দাপট দেখাল অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপেও। কাল ফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১২তম বার টুর্নামেন্টটা জিতল স্প্যানিশ যুবারা। দ্বিতীয় সর্বোচ্চ ১১ শিরোপা ইংওল্যান্ডের।
বেলফাস্টে হওয়া ফাইনালে রিয়াল মাদ্রিদ একাডেমির সাবেক খেলোয়াড় ইকের ব্রাভো ৪১ মিনিটে এগিয়ে নেন স্পেনকে। ৬৮ মিনিটে আত্মঘাতি গোল ফ্রান্সের জার্মেই জাকেতের। ৭৬ মিানিটে ইউনি গোমিস লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় ফ্রান্স। এরপর আর পেরে উঠেনি তারা।
গ্রুপ ‘বি’তে একই সঙ্গে ছিল স্পেন ও ফ্রান্স। দুই দলের ম্যাচটা ড্র হয়েছিল ২-২ গোলে। তবে গ্রুপ পর্বে ফ্রান্স এক নম্বরে ছিল ৭ পয়েন্ট নিয়ে আর স্পেন দুইয়ে ৫ পয়েন্ট নিয়ে।
৮ দলের এই টুর্নামেন্টে গ্রুপ থেকে সরাসরি সেমিফাইনালে খেলে ফ্রান্স ও স্পেন। স্পেন ১-০ গোলে হারিয়েছিল ইতালিকে আর ফ্রান্স ১-০ ব্যবধানে ইউক্রেনেকে। গ্রুপের পর ফাইনালে আরও একবার দেখায় শেষ হাসিটা স্পেনের।