জুনে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। জার্মানির এবারের আসরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। ২৯ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার ফেরমিন লোপেজ। তবে সুযোগ পাননি প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড মার্কো আসেনসিও।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আপাতত ২৯ জনের দল ঘোষণা করেছেন। তবে ৭ জুন দল দেওয়ার শেষ দিনে স্কোয়াড থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি।
প্রাথমিক স্কোয়াড দিয়ে প্রথমবার স্পেন দলে ডাক পেয়েছেন ফেরমিন। বার্সেলোনার জার্সিতে সাম্প্রতিক সময়ে আলো ছড়িয়েছেন এই মিডফিল্ডার। তারই পুরস্কার হিসেবে ইউরোর স্কোয়াডে তার অন্তর্ভুক্তি। বার্সেলোনা থেকে স্কোয়াডে আরও আছেন ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও ১৭ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি।
🚨🇪🇸 OFFICIAL: Spain provisional squad for Euro 2024. pic.twitter.com/aTLWdmf1fm
— Fabrizio Romano (@FabrizioRomano) May 27, 2024
তবে প্রাথমিক দলেও জায়গা হয়নি আসেনসিও’র। স্পেনের জার্সিতে ৩৮ ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। তবে চলতি মৌসুমে পিএসজিতে খুব বেশি সময় মাঠে থাকা হয়নি তার। পারফরম্যান্সও আহামরি ছিল না। সেকারণেই দে লা ফুয়েন্তের স্কোয়াডে জায়গা হয়নি তার।
২০২২ বিশ্বকাপে মরেক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন। ব্যর্থতার দায় মাথায় নিয়ে লুইস এনরিকে সরে দাঁড়ালে স্পেনের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে। তার অধীনে ২০২৩ সালের নেশনস লিগ জিতেছে স্প্যানিশরা। দীর্ঘ ১১ বছর পর প্রথমবার কোনও মেজর শিরোপা ঘরে তোলো লা রোজারা। এবার তার অধীনে ২০০৮ ও ২০১২ সালের পর আরেকটি ইউরো জয়ের স্বপ্ন স্পেনের।
যদিও গ্রুপ পর্বেই তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। ‘বি’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। বার্লিনে ১৫ জুন ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ইউরো মিশন।
স্পেনের প্রাথামিক দল:
গোলকিপার: আলেক্স রেমিরো, দাভিদ রায়া, উনাই সিমন; ডিফেন্ডার: আয়মেরিক লাপোর্তে, রবিন লে নরমান্দ, আলেক্স গ্রিমালদো, দানি কারভাহাল, দানি ভিভিয়ান, জেসুস নাভাস, নাচো, কুকারেয়া, পাউ কুবারসি; মিডফিল্ডার: মাইকেল মেরিনো, ফাবিয়ান রুইস, আলেক্স বায়েনা, মার্তিন জুবিমেন্দি, রোদ্রি, ইয়োরেন্ত, পেদ্রি, গার্সিয়া, ফেরমিন লোপেজ; ফরোয়ার্ড: আলভারো মোরাতা, দানি ওলমো, হোসেলু, লামিনে ইয়ামাল, মাইকেল ওয়ারজাবাল, আয়োজি পেরেজ, ফেরান তোরেস, উইলিয়ামস জুনিয়র।