Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্ব স্পেনের

স্পেন-7
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ফিরে আসার দুর্দান্ত গল্প লিখল ফ্রান্স। ২ গোলে পিছিয়ে থেকে নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে সমতায় ফেরে তারা। ঘরের মাঠের অলিম্পিকে খাদের কিনারা থেকে নতুন একটা ‘জীবন’ যেন পায় ফরাসিরা। কিন্তু তাদের ঘুরে দাঁড়ানো মঞ্চের শেষটা রাঙাল স্পেন। ম্যাচের শুরু ও শেষের আলো নিজেদের দিকে টেনে নিয়ে অলিম্পিক ফুটবলে নতুন রাজার আসনে বসল স্প্যানিশরা।

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলের শ্রেষ্ঠত্ব স্পেনের। পার্ক ডু প্রিন্সেসে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়েছে তারা। তাতে দীর্ঘ ৩২ বছর পর সোনার আনন্দে মাতোয়ারা স্প্যানিশরা। ১৯৯২ সালের অলিম্পিকে প্রথম ও সর্বশেষ সোনা জিতেছিল স্পেন। ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন তারা।

গোল উৎসবের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ১১তম মিনিটে স্বাগতিকদের গ্যালারিতে উৎসবের ঢেউ তোলেন এনজো মিলোত। যদিও সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। বরং স্প্যানিশ ফুটবলের দাপটে স্তব্ধতা নেমে আসে পার্ক ডু প্রিন্সেসে। ১০ মিনিটের ঝড়ে ৩ গোল করে স্পেন।

১৮ মিনিটে ফেরমিন লোপেসের লক্ষ্যভেদে ফেরে সমতায়। ৬ মিনিট পর বার্সেলোনা মিডফিল্ডার আবার জাল খুঁজে নিলে এগিয়ে যায় স্পেন। এরপর ২৮তম মিনিটে আলেক্স বায়েনার গোলে ম্যাচে নেয় নিজেদের দখলে। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।

বিরতি থেকে ঘুরে এসে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে থিয়েরি অঁরির দল। কিন্তু বারপোস্ট-দুর্ভাগ্য ও স্পেন গোলরক্ষকের দুর্দান্ত সেভে হতাশ হতে হয়। অবশেষে ৭৯ মিনিটে মাগনেস আকলিয়োচির গোলে আশা ফেরে ফরাসি ক্যাম্পে।

নাটকীয় এই ম্যাচে উত্তেজনা আরও বাড়ে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে। ভিএআরে পেনাল্টি পায় ফ্রান্স। স্পট কিক থেকে জ্যঁ-ফিলিপ মাতেতা জাল খুঁজে নিলে ৩-৩ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট।

ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারও চমৎকার ফুটবলের সৌরভে অলিম্পিক সোনা নিশ্চিত করে স্পেন। বদলি খেলোয়াড় সের্হিয়ো কামেলো করেন জোড়া গোল।

১০০তম মিনিটে স্পেনকে এগিয়ে নেওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে ফরাসিদের কফিনে শেষ পেরেকটি মারেন কামেলো। তাতে সোনালী উৎসবে মাতোয়ারা স্প্যানিশ সমর্থকরা। বিপরীতে হতাশায় নিমজ্জিত ফরাসিরা। ঘরের মাঠের অলিম্পিকে রুপা নিয়েই যে সন্তুষ্ট থাকতে হলো তাদের!

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত