Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার

আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহাবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

আলী ইমাম মজুমদারও সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালনকালে তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন আলী ইমাম মজুমদার। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাকরির পর মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিএনপি সরকার বিদায় নেওয়ার পর ২০০৭ সালে দায়িত্ব নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের সময় আলী ইমাম মজুমদার ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। এর প্রায় ১৬ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাসে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি তোলে। এর পরিপ্রেক্ষিতে তীব্র বিক্ষোভের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

তার তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মাদ ইউনুস। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১৬ উপদেষ্টা শপথ নিয়েছেন। এরই মধ্যে তাদের মধ্যে দপ্তর বন্টন হয়েছে, সে অনুযায়ী কাজও শুরু করেছেন তারা।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার চারদিনের মাথায় বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত