Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

পূজায় কক্সবাজার যাবে বিশেষ ট্রেন

ss-train-coxsbazar-05102024
[publishpress_authors_box]


দুর্গাপূজাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চার দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই ট্রেন।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানিয়েছেন, নিয়মিত দুই জোড়া ট্রেন শিডিউল অনুযায়ী চলবে। তার পাশাপাশি চালু হবে এই বিশেষ সার্ভিস।

মূলত দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতেই বাংলাদেশ রেলওয়ে এই বিশেষ ট্রেন চালু করেছে বলে জানান তিনি।

স্টেশন কর্মকর্তা বলেন, বিশেষ ট্রেনে আসন থাকবে ৬৩৪টি। প্রথম ট্রেনটি ১০ অক্টোবর রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়বে, কক্সবাজার পৌঁছবে সকাল সাড়ে ৭টায়। পরদিন ১১ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকায় ফিরবে। সেদিন রাত ১০ টায় ঢাকার পৌঁছবে সেটি।

একইভাবে ১১, ১২ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে ট্রেন। যেটি ফিরতি যাত্রী নিয়ে ১২ ও ১৩ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে ঢাকার পথ ধরবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত